Advertisement
Advertisement

Breaking News

COVID-19

সুষ্ঠভাবে শুরু ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ, প্রথমদিনই ভ্যাকসিন পেল ৪০ লক্ষের বেশি

এদিকে, দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতেও ৫০ শতাংশ হাজিরার সিদ্ধান্ত।

৩ জানুয়ারি দেশজুড়ে শুরু ১৫-১৮ বছর বয়সিদের কোভিড টিকাকরণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্য জানান, টিকাকরণের প্রথমদিন অর্থাৎ সোমবার রাত ৮টা পর্যন্ত ৪০ লক্ষেরও বেশি টিকার প্রথম ডোজ পেয়েছেন।

একই ছবি এ রাজ্যেরও। সকাল থেকেই টিকা নিতে স্কুলে স্কুলে তৈরি হওয়া ভ্যাকসিনেশন সেন্টারগুলিতে ভিড় জমিয়েছিলেন পড়ুয়ারা। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা ভ্যাকসিন নেন।

৩ জানুয়ারি অর্থাৎ আজ থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হয়েছে। করোনার দাপট বাড়ায় হাসপাতালগুলিতে বাড়ছে রোগীর সংখ্যাও।

কড়া কোভিডবিধি জারি করার পরও হুঁশ ফেরেনি অনেকেরই। কলকাতায় রাস্তার ধারেই মাস্ক নামিয়ে চলছে খাওয়া-দাওয়া।

ভয়ংকর ছবি কোলে মার্কেটের। উপচে পড়া ভিড়ের মধ্যে অনেকের মুখেই নেই মাস্ক। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে মাস্ক ছাড়া বাইরে বেরলেই হবে শাস্তি।

কড়া বিধিনিষেধ জারির সঙ্গে মানুষকে সচেতন করতে চলছে মাইকিংও। সংক্রমণ ঠেকাতে প্রত্যেককে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা ও দূরত্ববিধি মানতে বলা হচ্ছে।

কড়া বিধিনিষেধ জারির প্রথমদিনই চূড়ান্ত বিশৃঙ্খলা রাজ্যের বিভিন্ন স্টেশনে। বারুইপুর ও দমদমে চলন্ত ট্রেন থেকে পড়ে আহতও হন দু'জন। ৭টার ট্রেন ধরতে স্টেশনে উপচে পড়ে ভিড়। পরিস্থিতি সামাল দিতে ট্রেন পরিষেবার সময়সীমা বাড়িয়ে রাত ১০টা করা হয়।