Advertisement
Advertisement

গার্ড অফ অনার থেকে গরবা নাচ, দেখুন মোদির ভুটান সফরের ঝলমলে ছবি

Advertisement

দুদিনের ভুটান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পড়শি দেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর পারোতে শুক্রবার দুপুরে পৌঁছন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

বিমানবন্দরে সৌজন্য বিনিময় করেন দুদেশের প্রধানমন্ত্রী।

এদিন বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদিকে গার্ড অফ অনার দেওয়া হয়।

হোটেলে গরবা নাচের মাধ্যমে মোদিকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীর সামনে ফুটিয়ে তোলা হয় ভারতীয় সংস্কৃতি।

মোদিকে সামনে থেকে দেখে প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেন ভুটানের প্রবাসী ভারতীয়রা।

ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিল কচিকাচারাও। তাদের সঙ্গে খোলামেলা মেজাজে ধরা দিলেন মোদি।

ভুটানের রাজপ্রাসাদে রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকের সঙ্গে দেখা করেন মোদি। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।

শুক্রবার ভারত ও ভুটানের মধ্যে বাণিজ্য, চাষবাস,মহাকাশ, রেলপথ-সহ একাধিক বিষয়ে একযোগে কাজ করার লক্ষ্যে মউ স্বাক্ষরিত হয়।

ভুটানের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ভুটানের রাজা তাঁকে ড্রাক গ্যালপো সম্মানে ভূষিত করেন।