Advertisement
Advertisement
Hot picture of Heroines

শিরোনামে থাকতেই খোলামেলা পোশাকে ছবি পোস্ট করেন এই অভিনেত্রীরা? দেখুন অ্যালবাম

কেউ স্নানঘরে তোলা সেলফি পোস্ট করেছেন, কেউ আবার সৈকতে উষ্ণতা ছড়িয়েছেন।

স্নানঘরে তোলা সেলফি পোস্ট করে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন দিশা পাটানি। অভিনেত্রীর রূপের ছটায় মুগ্ধ অনুরাগীরা।

দিশার থেকে কোনও অংশে কম যান না মৌনি রায়। নীল এই বিকিনিতে যেন সেকথাই প্রমাণ করেছেন বঙ্গসুন্দরী।

মা হওয়ার পর দুর্দান্তভাবে নিজের ওজন কমিয়েছেন নুসরত জাহান। ক্যামেরার সামনে স্বল্পবসনা হতে তাঁরও কুণ্ঠা নেই।

বোল্ড ঋতাভরী। কালো এই পোশাকেই ক্যামেরার সামনে উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী।

বিনম্রতার জন্য সুনাম রয়েছে সইফকন্যা সারা আলি খানের। আবার এমন বোল্ড মেজাজেও ক্যামেরার সামনে পোজ দিতে পছন্দ করেন তিনি।

সবশেষে বলা যায় উরফি জাভেদের কথা। এমন ছবি ও ভিডিও পোস্ট করেই খবরে শিরোনামে থাকতে তিনি পছন্দ করেন।