Advertisement
Advertisement

Breaking News

Gangasagar Mela 2022

করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগরে কীভাবে পুণ্যস্নান সারলেন পুণ্যার্থীরা? দেখুন ছবি

কলকাতার ঘাটেও ভিড় জমান পুণ্যার্থীরা।

১১

ভোর হতে না হতেই গঙ্গাসাগরের জনজোয়ার। সাগরের জলে পুণ্যস্নান সারেন সকলে।

১১

পৌষ মাসের শেষদিনে পালিত এই উৎসবের সময়ই দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে আয়োজিত হয় গঙ্গাসাগর মেলা।

১১

কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করেই পুণ্যস্নানে অংশ নেন পুণ্যার্থীরা।

১১

জেলা প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের স্নানের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

১১

এই বছর করোনা পরিস্থিতিতে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ ড্রোনের মাধ্যমে পুণ্যার্থীদের স্নান করার ব্যবস্থা।

১১

প্রতি বছর গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থলে এভাবেই গঙ্গাসাগরে ভিড় জমান পুণ্যার্থীরা। উদ্দেশ্য একটাই। গঙ্গার পবিত্র জলে পুণ্য এই তিথিতে স্নান করে পুণ্য সঞ্চয় করা।

১১

এবার গঙ্গাসাগরে যাতায়াত ব্যবস্থার দিকেও বাড়তি নজর দেওয়া হয়েছে। এক টিকিট ব্যবস্থায় যাওয়া-আসার বন্দোবস্ত করা হয়েছে।

১১

গঙ্গাসাগরে এভাবেই হয়েছে সন্ধ্যারতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারিও চালানো হয়েছে।

১১

করোনা পরিস্থিতিতে কলকাতার ঘাটেও পুণ্যস্নানের জন্য ভিড় জমান পুণ্যার্থীরা।

১০ ১১

অতিমারী পরিস্থিতিতে নিয়মগুলি সঠিকভাবে মানা হচ্ছে কিনা, তা এভাবেই নজর রাখা হয়।

১১ ১১

গঙ্গার পবিত্র জলে পরিবারের মঙ্গল কামনায় গৃহবধূরা।