Advertisement
Advertisement
Team India

২০ ওভারের ফরম্যাটে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক? দৌড়ে কোন তিন তারকা?

টিম ইন্ডিয়ার নেতা হিসেবে কাকে দেখা যাবে?

3 star Team India cricketer who can make their captaincy debut in 2024। Sangbad Pratidin

নতুন বছরে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে উঠে আসছে একাধিক নাম। ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 2, 2024 12:59 pm
  • Updated:January 2, 2024 2:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) কি আদৌ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) খেলবেন? হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) এবং সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কি গুরুত্বপূর্ণ সিরিজগুলোর আগে পুরো ফিট হতে পারবেন? এই প্রশ্ন নতুন বছরের শুরু থেকেই ক্রিকেটপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে আবার ১১ জানুয়ারি থেকে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারত।

এমন প্রেক্ষাপটে টিম ইন্ডিয়ার (Team India) তিন তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে চলছে আলোচনা। যারা সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষ করে ২০ ওভারের ফরম্যাটে জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন। সংবাদ প্রতিদিন.ইন-এর পাঠকদের জন্য সেই সম্ভাব্য অধিনায়কের সম্পর্কে আপডেট দেওয়া হল।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল হারতেই হতাশায় কী করেছিলেন বিরাট? ভাইরাল নতুন ভিডিও]

রবীন্দ্র জাদেজা: এই মুহূর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার অন্যতম সেরা দাবিদার জাদেজা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০ ওভারের সিরিজে সহ অধিনায়ক ছিলেন তারকা অলরাউন্ডার। হার্দিক ও সূর্য এখনও গোড়ালির চোটে কাবু। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুজনের মাঠে নামার কোনও সম্ভাবনা নেই। এমন প্রেক্ষাপটে রোহিতকে আফগানদের বিরুদ্ধে খেলতে না দেখা গেলে, জাদেজার অধিনায়ক হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও অধিনায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স আহামরি নয়। সেটা ২০২২ সালের আইপিএলে দেখা গিয়েছিল। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে একেবারেই মেলে ধরতে পারেননি জাড্ডু।

শ্রেয়স আইয়ার: জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে উঠে এসেছে শ্রেয়সেরও নাম। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ ওভারের সিরিজের শেষ দুই ম্যাচে সূর্যর ডেপুটি ছিলেন মুম্বইকর শ্রেয়স। তাই আফগানদের বিরুদ্ধে শ্রেয়সকে অধিনায়ক হিসেবে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এর আগে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। এমনকি রাজ্য দল মুম্বই ও ভারত এ দলেরও অধিনায়কত্ব করেছেন এই ব্যাটার।

শুভমান গিল: ভবিষ্যতে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার দৌড়ে অন্যতম সেরা দাবিদার শুভমান। ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের অধিনায়কত্ব করেছেন। এছাড়া আসন্ন আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেবেন তরুণ ওপেনার। এহেন শুভমানকে আফগানিস্তানের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

[আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে অশ্বিনকে বেজায় পেটালেন বিরাট! দেখুন ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement