Advertisement
Advertisement
Virat Kohli

বিশ্বকাপ ফাইনাল হারতেই হতাশায় কী করেছিলেন বিরাট? ভাইরাল নতুন ভিডিও

বিশ্বকাপ জয় বিরাটের কাছে অধরাই রয়ে গেল।

ICC World Cup 2023: Unseen video of dejected Virat Kohli after ICC World Cup 2023 final loss goes viral। Sangbad Pratidin

মুখ ঢেকে যায় লজ্জায়। টুপি দিয়ে মুখ ঢাকছেন বিরাট। ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 2, 2024 11:55 am
  • Updated:January 2, 2024 2:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগ পর্যায় থেকে নকআউট পর্ব। পরপর ১০ ম্যাচে জয়। সবাই ধরেই নিয়েছিল ঘরের মাঠে টিম ইন্ডিয়ার (Team India) ক্যাবিনেটেই বিশ্বকাপ আসছে। তবে সেটা হয়নি। ১৯ নভেম্বরের মেগা ফাইনালে সব হিসেব বদলে দিয়েছিলেন ট্রাভিস হেড (Travis Head)। তাঁর ১৩৭ রানের সৌজন্যে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্বজয়ী হয়েছিল অস্ট্রেলিয়া (Australia)। সেই ম্যাচের শেষে বিরাট কোহলির (Virat Kohli) বডি ল্যাঙ্গুয়েজ সবাই দেখেছে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর কী করছিলেন ‘কিং কোহলি’ (King Kohli)? কীভাবে নিজের হতাশা প্রকাশ করেছিলেন? সেটা এবার সামনে এল। সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

অদেখা একটি ভিডিও সদ্য ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল উইনিং শট মারতেই পুরো অজি দল ক্রিজের সামনে চলে আসে। একে অপরকে জড়িয়ে ধরে। একসঙ্গে গোল হয়ে দাঁড়িয়ে সেলিব্রেশন করছিলেন প্যাট কামিন্স-ডেভিড ওয়ার্নাররা। ঠিক সেই সময় ক্যামেরা বিরাটকে ফোকাস করে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে মাথা থেকে টুপি নামিয়ে বিমর্ষ মুখে উইকেটের দিকে এগিয়ে আসছেন বিরাট। এর পর নিজের টুপি দিয়ে উইকেটের বেল ফেলে দেন। ঠিক সেই মুহূর্তে তাঁর সামনে এগিয়ে আসছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে দুজনের কেউ কারও দিকে তাকাতে পারেননি।

Advertisement

[আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে অশ্বিনকে বেজায় পেটালেন বিরাট! দেখুন ভাইরাল ভিডিও]

 

২০২৩ সাল ব্যাট হাতে দারুণ কাটিয়েছেন বিরাট। ভারতীয় দল বিশ্বকাপের ফাইনাল ও আইসিসি টেস্ট ফাইনালে (ICC Test Final 2023) হারলেও পুরো বছর জুড়েই বাইশ গজের যুদ্ধে ‘কিং কোহলি’ ছিলেন অনবদ্য। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান করার রেকর্ড গড়ে পিছনে ফেলে দিয়েছিলেন শচীন তেণ্ডুলকরকে (Sachin Tendulkar)। ২০০৩ সালের কাপযুদ্ধে ১১ ম্যাচে ৬৭৩ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। ৬১.১৮ গড় নিয়ে সঙ্গে ছিল একটি শতরান ও ৬টি অর্ধ শতরান।

বিরাটও এবার ১১টি ম্যাচ খেলেছিলেন। তাঁর রান ৭৬৫। গড় ৯৫.৬৫। ঝুলিতে ছিল ৩টি শতরান ও ৬টি অর্ধ শতরান। একইসঙ্গে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেট কেরিয়ারের ৫০তম শতরান করে টপকে গিয়েছিলেন ‘গড অফ ক্রিকেট’কেও। তবে তাঁর কাছে অধরাই রয়ে গিয়েছিল বিশ্বকাপ। সেই আক্ষেপ চেপে রাখতে পারেননি বিরাট। ফাইনাল হারের কয়েক মাসের মধ্যে সেই অদেখা মুহূর্তে সবার সামনে চলে এল।

[আরও পড়ুন: বিপক্ষের সেরা তিন ব্যাটারের মধ্যে কোন দুই ভারতীয়কে বাছলেন নাথান লিয়ন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement