Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: আকাশ ছুঁয়েছে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম, কালোবাজারে বিকোচ্ছে কত টাকায়?

২৯ অক্টোবর ভারতের মুখোমুখি ইংল্যান্ড।

ICC ODI World Cup 2023: Tickets For India vs England encounter sold for 50 thousand rupees । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 21, 2023 1:38 pm
  • Updated:October 21, 2023 1:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ অক্টোবর ভারতের সামনে ইংল্যান্ড (India vs England)। এই ম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট কালোবাজারে ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
শক্তিশালী দল ইংল্যান্ড। এবারের বিশ্বকাপের আগে ক্রিকেটবিশেষজ্ঞরা ইংল্যান্ডকে অন্যতম ফেভারিট হিসেবে ধরেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল ভারত। সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের বাড়বাড়ন্তের জন্যই হয়তো ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম আকাশ ছুঁয়েছে।  

[আরও পড়ুন: ‘চারে চার’ ভারতের, এই দুই তারকা বোলারকে কৃতিত্ব দিচ্ছেন কুলদীপ]

উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেল প্রশান্ত কুমার বলেন, ”রাজ্য পুলিশ বিভাগের বিশেষ এজেন্সি এবং লখনউ পুলিশও সন্দেহজনক সোশাল মিডিয়া অ্যাকাউন্টের দিকে নজর রাখছে। অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট যেন কালোবাজারে বিক্রি করা না যায়, সেই কারণেই এই বিশেষ নজরদারি।”
পূর্ব এবং পশ্চিম দিকের গ্যালারির টিকিটের দাম ৪৯৯ টাকা এবং উত্তর দিকের কর্পোরেট বক্সের দাম ৪ হাজার টাকা, কালোবাজারে সেই টিকিটেরই দাম বেড়ে হয়েছে পাঁচ হাজার ও পঞ্চাশ হাজার টাকা। ক্রিকেটভক্তরা অবশ্য দামের তোয়াক্কা করছেন না।

Advertisement

[আরও পড়ুন: ODI World Cup 2023: ‘পাকিস্তান কি আদৌ সেমিফাইনালে যাওয়ার যোগ্য?’, প্রশ্ন তুলে দিলেন শোয়েব]

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ