Advertisement
Advertisement
Lalit Modi

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিটের দাম ১৭ লক্ষ টাকা! আইসিসি-কে একহাত নিলেন ললিত মোদি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ জুন ভারত-পাক ম্যাচ।

Lalit Modi accuses ICC for selling India vs Pakistan match ticket with a hefty price

রোহিত ও বাবর।

Published by: Krishanu Mazumder
  • Posted:May 23, 2024 4:54 pm
  • Updated:May 23, 2024 11:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কে ভারত-পাক ম্যাচের বল গড়াবে ৯ জুন। চড়া দামে সেই ম্যাচের টিকিট আইসিসি বিক্রি করছে বলে সোশাল মিডিয়ায় দাবি করেছেন ললিত মোদি। 
গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের কথা সবারই মনে রয়েছে। বিরাট কোহলির রান তাড়া এখনও মনে রয়েছে ক্রিকেটপ্রেমীদের। ভারত-পাক ক্রিকেট ম্যাচ মানেই বক্স অফিস হিট। 
এবারের বিশ্বকাপেও সবার নজরে বিরাট কোহলি। ভারত-পাক ম্যাচের পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করে দিয়েছে। টিকিটের দাম আকাশ ছঁয়েছে। তার জন্য আইসিসিকে একহাত নিয়েছেন ললিত মোদি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মোদি পোস্ট করেন, ”ভারত-পাক ম্যাচের প্রতিটি টিকিট ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লক্ষ টাকা) বিক্রি করছে আইসিসি, এটা জেনে আমি বিস্মিত। মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা বিশ্বকাপ আসলে ক্রিকেটের প্রসারের জন্য, সেখানকার ভক্ত-অনুরাগীদের আকৃষ্ট করার জন্য। লাভ করার জন্য নয়।”
আইসিসি-র বক্তব্য অনুযায়ী, ভারত-পাক ম্যাচের টিকিটের দাম তিনশো ডলার (বিক্রি হয়ে গিয়েছে) থেকে ১০ হাজার ডলার।

 

Advertisement

বিশ্বকাপে টিম ইন্ডিয়া অভিযান শুরু করছে ৫ জুন। রোহিত শর্মাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৯ জুন রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই ভারত-পাক ম্যাচ। যার টিকিটের মূল্য নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। 

[আরও পড়ুন: আইপিএলে লজ্জার রেকর্ড ম্যাক্সওয়েলের! ছুঁয়ে ফেললেন আরসিবি সতীর্থকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ