Advertisement
Advertisement
Pat Cummins

‘বিশ্বজয় করে এসো’, মৃত্যুর আগে মায়ের মন্ত্রই কামিন্সের সাফল্যের চাবিকাঠি

২০২৩-র মার্চ মাসে প্রয়াত হন প্যাট কামিন্সের মা।

SRH skipper Pat Cummins recalls his mother's words that inspired him to become World Champion
Published by: Arpan Das
  • Posted:May 25, 2024 7:23 pm
  • Updated:May 25, 2024 7:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩-র জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ, বছর শেষে একদিনের বিশ্বকাপ, এবার প্যাট কামিন্সের (Pat Cummins) সামনে আইপিএল (IPL 2024) ট্রফির হাতছানি। অধিনায়ক হিসেবে বিশ্বের বড় খেতাবগুলোতে প্রাধান্য জারি রেখেছেন অজি বোলার। কিন্তু কোথাও কি একটু চাপা যন্ত্রণা হৃদয় ভারি করে তোলে না? যার মন্ত্রে ভর করে বিশ্বজয়ের শিরোপা পরেছেন, সেই মায়ের কাছে তো অদেখা রয়ে গেল ছেলের কৃতিত্ব।

২০২৩-র মার্চ মাসে প্রয়াত হন প্যাট কামিন্সের মা। ২০০৫ সালে স্তনের ক্যানসারে আক্রান্ত হন প্যাটের মা মারিয়া। দীর্ঘ চিকিৎসার পরেও ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। অসুস্থ মায়ের পাশে থাকতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ ছেড়ে দেশেও ফিরে যান অজি অধিনায়ক। কিন্তু শেষ পর্যন্ত ১০ মার্চ প্রয়াণ ঘটে তাঁর।

Advertisement

[আরও পড়ুন: ট্রফি জিততে সুনীল-বরুণই অস্ত্র, ফাইনালের আগে বোর্ডকে একহাত শ্রেয়সের]

সম্প্রতি একটি ডকুমেন্টারিতে মাকে নিয়ে স্মৃতির ডালি খোলেন কামিন্স। একটা সময় ভালো ছন্দে ছিলেন না তিনি। চোট-আঘাতের সমস্যাও ভোগাচ্ছিল। সেই সময় তাঁর কাঁধে ভরসার হাত রেখেছিলেন মা। মৃত্যুর আগেও অসুস্থ শরীরে বলেছিলেন, “প্যাট, যাও বিশ্বজয় করে এসো। কেউ না কেউ তো বিশ্বের সবচেয়ে সেরা মুহূর্তটা উপভোগ করবে। সেটা তুমি হবে না কেন?” ছেলে মায়ের কথা রেখেছেন। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হয়ে জিতেছেন একের পর এক ট্রফি।

Advertisement

[আরও পড়ুন: আইপিএল ফাইনালে রেমালের থাবা! ম্যাচ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন কে?]

কামিন্স স্বীকার করে নেন, সেটাই ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়। প্লেনে উঠেই বুঝতে পেরেছিলেন, ফিরতে দেরি হবে। মনকে তৈরি করেছিলেন মাকে শেষ বিদায় জানানোর জন্য। তার পর কিছুটা সময় লেগেছে থিতু হতে। কিন্তু যেন মায়ের ইচ্ছেতেই ফের মাঠে নামা এবং বিশ্বজয়ীর খেতাব পাওয়া। এবার কি আইপিএল ট্রফিতেও খোদাই হবে হায়দরাবাদের নাম? উত্তরটা সময়ই দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ