Advertisement
Advertisement
East Bengal

বয়স ভাঁড়ানোর অভিযোগ, ৫ ফুটবলারকে ছাড়া মাঠে নেমেই হার ইস্টবেঙ্গলের

বয়স ভাঁড়ানোর অভিযোগ এনেছে মোহনবাগান।

East Bengal benched 5 players after allegation faking age, lost match | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 20, 2023 8:45 pm
  • Updated:December 20, 2023 8:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠেছিল ইস্টবেঙ্গলের (East Bengal) পাঁচ খেলোয়াড়ের বিরুদ্ধে। যুব ডার্বিতে হারের পরেই লাল হলুদ ব্রিগেডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মোহনবাগান (Mohun Bagan)। বিতর্কের মুখে পড়ে সেই পাঁচ ফুটবলারকে দল থেকে বাদ দিল ইস্টবেঙ্গল। বুধবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিল যুব ব্রিগেড। সেই ম্যাচের তালিকায় পাঁচ বিতর্কিত ফুটবলারের নাম ছিল না। শেষ পর্যন্ত ম্যাচও হারতে হল ইস্টবেঙ্গলকে। 

গত রবিবার ইউথ ডার্বিতে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল-মোহনবাগান। চার গোলে সেই ম্যাচ জেতে লাল হলুদের যুব ব্রিগেড। তার পরেই অনিয়মের অভিযোগ তোলে মোহনবাগান। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হয় তারা। মোহনবাগানের অভিযোগ, নাম ও বয়স ভাঁড়িয়ে খেলেছেন ইস্টবেঙ্গলের এক ফুটবলার। অভিযুক্ত ফুটবলারটির বিরুদ্ধে অভিযোগের সপক্ষে নথি জোগাড় করে ফেডারেশনের কাছে পাঠিয়ে দেন মোহনবাগান কর্তারা।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে সেরা বোলিংয়ের পুরস্কার, অর্জুন হলেন মহম্মদ শামি]

সূত্রের খবর, মোহনবাগানের অভিযোগ বড় ম্যাচে খেলা এক ইস্টবেঙ্গল ফুটবলার বয়স ভাঁড়িয়ে খেলেছেন। যিনি কি না এর আগে ২০১৭-১৮ সালে মোহনবাগানের হয়ে অনূর্ধ্ব-১৩ লিগে খেলেছেন। সেই ফুটবলারটিকে আবার কলকাতা লিগে একাধিক ক্লাবের হয়ে খেলতে দেখা গিয়েছে। যা তাঁরা দেখেছেন ফুটবলারটির সিআরএস রেজিস্ট্রেশন দেখে। আরও অভিযোগ, ইউথ লিগে রেজিস্ট্রেশন করানো হয়েছে অন্য নামে।

একজনের বিরুদ্ধে প্রমাণ-সহ অভিযোগ দায়ের করার পাশাপাশি ইউথ ডার্বিতে খেলা আরও একাধিক ইস্টবেঙ্গল ফুটবলারের বয়স ভাঁড়ানোর সন্দেহ প্রকাশ করে মোহনবাগান। পুরো ঘটনার তদন্তও চেয়েছেন মোহনবাগান কর্তারা। যদিও ফেডারেশনে অভিযোগ জানালেও অভিযুক্ত ফুটবলারটির নাম প্রকাশ করেননি তাঁরা। তবে এই অভিযোগ ওঠার পরের ম্যাচেই বিতর্কিত ফুটবলারদের বাদ দিয়ে দল নামিয়েছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ২-১ গোলে হেরে গিয়েছে তারা। 

[আরও পড়ুন: স্টার্কের পিছনে কোটি কোটি টাকা ঢালা কেন? ব্যাখ্যা দিলেন মেন্টর গম্ভীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement