Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan ISL

ISL: শনিবার শুরু মোহনবাগানের আইএসএল অভিযান, পাঞ্জাব এফসিকে হালকা ভাবে নিচ্ছেন না ফেরান্দো

প্রথম বার আইএসএলে নামছে পাঞ্জাব।

Mohun Bagan will start ISL against Punjab FC । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 22, 2023 5:29 pm
  • Updated:September 22, 2023 7:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের (Punjab FC) বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল (ISL) অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান (Mohun Bagan)। মেগা টুর্নামেন্টে নামার আগেই সবুজ-মেরুন শিবির জিতে নিয়েছে ডুরান্ড কাপ। কলকাতা লিগে সুপার সিক্সেও পৌঁছে গিয়েছে মোহনবাগান। ওড়িশার মাঠে গিয়ে এএফসি কাপে ওড়িশাকেই মাটি ধরিয়ে এসেছে ফেরান্দোর দল। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শতাব্দী প্রাচীন ক্লাবের হোম ম্যাচ। তার আগে ফেরান্দো বলছেন, ”ডুরান্ড কাপে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে আমার খেলেছি। সেই টুর্নামেন্ট আর আইএসএল এক নয়। দুটো টুর্নামেন্টের মধ্যে অনেক পার্থক্য। শনিবার সম্পূর্ণ নতুন একটা ম্যাচ, নতুন একটা টুর্নামেন্ট। ফলে আবার নতুন করে শুরু করতে হবে। আইএসএল মোটেও সহজ কোনও টুর্নামেন্ট নয়। প্রত্যেককে তৈরি থাকতে হবে।” 

প্রথমবার আইএসএল খেলছে পাঞ্জাব এফসি। অন্যদিকে মোহনবাগান দারুণ শক্তিধর দল। বিভিন্ন পজিশনে রয়েছেন দুর্দান্ত সব ফুটবলার। ফেরান্দো কিন্তু মোটেও পাঞ্জাব এফসি-কে হালকা  ভাবে নিচ্ছেন না। বরং বলছেন, ”পাঞ্জাব আই লিগ জয়ী দল। টুর্নামেন্টের সব দলগুলোই বেশ ভালো। সামান্য পার্থক্য রয়েছে দলগুলোর মধ্যে। এর ফলে দেশীয় ফুটবলেরই উন্নতি ঘটছে।” 

Advertisement

[আরও পড়ুন: রান আউটের সুযোগ নষ্ট থেকে ভূরি ভূরি মিস, রাহুলের কিপিং নিয়ে ক্ষুব্ধ নেটদুনিয়া]

 

কিংস কাপ খেলতে গিয়ে এসিএল টিয়ার হয়েছে আশিকের। চোট এতটাই গুরুতর যে চলতি মরশুমে আর হয়তো নামতে পারবেন না আশিক। মোহনবাগান কোচ বলছেন, ”আশিকের চোট বেশ গুরুতর। কবে মাঠে ফিরতে পারবে তা এখনই বলা কঠিন। তবে আমি খুব হতাশ। আমি লিস্টন, আশিকের উপরে নির্ভরশীল। তবে আমাদের দলটা খুবই ভালো।” 

Advertisement

লম্বা টুর্নামেন্ট আইএসএল। মেগা টুর্নামেন্টের পাশাপাশি এএফসি কাপ, কলকাতা লিগেও খেলতে হচ্ছে মোহনবাগানকে। প্রতিটি টুর্নামেন্টে সাফল্য পাওয়াই সবুজ-মেরুনের এক ও একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই শনিবার নামছে মোহনবাগান। 

[আরও পড়ুন: ‘বিশ্বজয়ী হওয়ার পরেও আমাকে স্বীকৃতি দেয়নি ক্লাব’, সাঁ জাঁ-র বিরুদ্ধে অভিমানী মেসি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ