Advertisement
Advertisement

Breaking News

Asian Games

Asian Games: এশিয়াডে উনিশতম সোনা, তিরন্দাজিতে লক্ষ্যভেদ ভারতীয় মহিলা দলের

শুটারদের পর দুর্দান্ত ফর্মে তিরন্দাজরাও।

Asian Games: Indian women's compound archery team won India's 19th gold | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 5, 2023 10:24 am
  • Updated:October 5, 2023 10:47 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এশিয়ান গেমসে নজির গড়েছে ভারতের শুটিং টিম। সঠিক নিশানায় আঘাত করার লক্ষ্যে অন্য সব দেশকে কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছেন ভারতের শুটাররা। এবার সেই পথেই হাঁটছেন ভারতের তিরন্দাজরাও। তিরন্দাজির হাত ধরে চলতি এশিয়াডের উনিশতম সোনাটি চলে এল ভারতের ঝুলিতে। এবার সেরার শিরোপা পেল ভারতের মহিলা কমপাউন্ড তিরন্দাজি দল।

জ্যোতি, অদিতি এবং প্রণীত, ভারতের তিন তরুণী তিরন্দাজ যেভাবে স্নায়ুর চাপ সামলে তাইওয়ানের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিলেন, সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। ফাইনালে চিনা তাইপের বিরুদ্ধে শুরু থেকেই সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছিল ভারতের। শেষপর্যন্ত মাথা ঠান্ডা রেখে তাইপেকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দিল ভারতীয় দল (Indian Archery Team)। সেরার শিরোপা উঠল ভারতের ঝুলিতে।

[আরও পড়ুন: আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচেই ধাক্কা, এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের]

চলতি এশিয়াডে শুটিংয়ে এটি দ্বিতীয় সোনা। এর আগে জ্যোতি সুরেখা ভেন্নাম ও ওজাস দেওটেল দক্ষিণ কোরিয়ার তিরন্দাজদের হারিয়ে কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছেন। এদিকে তিরন্দাজির পাশাপাশি বক্সিং থেকেও একটি পদক এসেছে ভারতের ঝুলিতে। ভারতের অন্তিম পাঙ্ঘাল ৫৩ কেজি ফ্রি-স্টাইল বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন।

[আরও পড়ুন: তিন মহাদেশের ৬ দেশে হবে ফুটবল বিশ্বকাপ, বড় ঘোষণা ফিফার]

এই নিয়ে এশিয়াডে ১৯টি সোনা জিতল ভারত। আগেরবার সংখ্যাটা ছিল ১৬। আগেরবার সব মিলিয়ে ৬৯টি পদক জিতেছিল টিম ইন্ডিয়া। এবার ইতিমধ্যেই ৮২টি পদক ভারতের ঝুলিতে এসে গিয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া ১০০ পদক জয়ের টার্গেট পূরণ করতে পারে কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ