Advertisement
Advertisement

Breaking News

Bird Flu

বিশ্বে এই প্রথম H3N8 বার্ড ফ্লু ভাইরাসে মহিলার মৃত্যু! সব আক্রান্তই চিনের, জানাল WHO

গত বছর দু'জন এই ভাইরাসে আক্রান্ত হলেও মৃত্যু এই প্রথম।

China records world's first human death from H3N8 bird flu, says WHO। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 12, 2023 3:21 pm
  • Updated:April 12, 2023 3:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: H3N8 বার্ড ফ্লু ভাইরাসে চিনে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানাল WHO। এই প্রথম এই ভাইরাসটির সংক্রমণে কোনও মহিলার মৃত্যু হল। তবে ভাইরাসের এই স্ট্রেনটি মানুষের মধ্যে সংক্রামক নয় বলেই আশ্বস্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া এই স্ট্রেনটি সচরাচর মানুষের দেহে দেখা যায় না বলেও জানানো হয়েছে।

‘হু’-এর তরফে পেশ করা এক বিবৃতিতে জানানো হয়েছে মৃতা মহিলার বয়স ৫৬ বছর। তিনি চিনের দক্ষিণে গুয়াংডং প্রদেশে থাকতেন। এই ভাইরাসে এই নিয়ে তৃতীয় কোনও ব্যক্তির আক্রান্ত হওয়ার কথা জানা গেল। সকলেই চিনের বাসিন্দা। বাকি দু’জন অবশ্য গত বছর আক্রান্ত হয়েছিলেন। তবে এর আগে দু’জন আক্রান্ত হলেও মৃত্যু এই প্রথম। তবে ওই মহিলার মৃত্যু সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে তাঁর শরীরে সংক্রমণের একাধিক লক্ষণ দেখা গিয়েছিল বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ৯৯ বছরেও ছিলেন ধনকুবেরদের প্রথম সারিতে, প্রয়াত মাহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান কেশব মাহিন্দ্রা

মানুষের মধ্যে সেভাবে না ছড়ালেও H3N8 ভাইরাসটি পাখিদের মধ্যে খুবই সাধারণ। অন্য স্তন্যপায়ী প্রাণীদেরও এই ভাইরাসে সংক্রমিত হওয়ার কথা জানা গিয়েছে। কিন্তু মানুষ থেকে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। WHO জানিয়েছে, স্থানীয় থেকে আন্তর্জাতিক স্তরে এই ভাইরাসটিকে নিয়ে তাই আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই।

Advertisement

[আরও পড়ুন: ঐতিহাসিক মুহূর্ত, গঙ্গার তলা দিয়ে সফলভাবে ছুটল মেট্রো

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ