Advertisement
Advertisement
Hamas

‘খাঁচাবন্দি’ ইজরায়েলি বীরাঙ্গনার রূপে মুগ্ধ বর্বর হামাস জঙ্গি!

গাজায় এখনও হামাসের ডেরায় বন্দি শতাধিক।

Hamas told female soldiers hostage 'you re so beautiful'
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 23, 2024 12:38 pm
  • Updated:May 23, 2024 12:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় খাঁচাবন্দি ইজরায়েলি বীরাঙ্গনাদের রূপে মুগ্ধ বর্বর হামাস জঙ্গি! ৮ মাস পেরিয়ে গিয়েছে। এখনও হামাসের ডেরায় বন্দি শতাধিক মানুষ। বন্দিদের মধ্যে রয়েছেন বহু তরুণী। তালিকায় আছে ইজরায়েলের মহিলা সৈনিকরাও। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে মহিলা সৈনিকদের উদ্দেশে এক হামাস জঙ্গি বলেছে, “তোমরা তো খুব সুন্দর।” এই ভিডিও প্রকাশ্যে আসতেই ফের একবার প্রতিবাদ দেখাতে শুরু করেছে পণবন্দিদের পরিবার। 

টাইমস অফ ইজরায়েলের প্রতিবেদন অনুসারে, গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে হামলা চালানোর পর কয়েকজন ইজরায়েলি মহিলা সৈনিকদের বন্দি করে নিয়ে যায় হামাস জঙ্গিরা। যাঁদের মধ্যে রয়েছেন লিরি আলবাগ, ক্যারিনা আরিয়েভ, আগাম বার্গার, ড্যানিয়েলা গিলবোয়া এবং নামা লেভি নামে ৫ জন তরুণী। অভিযোগ, তাঁদেরকে ইজরায়েলের কিবুটজের নাহাল ওজ সেনা ঘাঁটি থেকে অপহরণ করা হয়েছিল। 

Advertisement

[আরও পড়ুন: অফিসের প্রতি চরম ক্ষোভ, এলোপাথাড়ি গুলি প্রাক্তন কর্মীর! মৃত ২

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই পাঁচজনকে হাত বেঁধে বসিয়ে রেখেছে হামাস জঙ্গিরা। তাঁদের গায়ে ও মুখে রক্ত লেগে রয়েছে। একটি ভিডিও ক্লিপে এক জঙ্গিকে বলতে শোনা গিয়েছে, “বাহ, তোমরা তো খুব সুন্দর।” অন্য আরেকটি ক্লিপে এক জেহাদি বলছে, “এই যে ইহুদি মেয়েগুলো। এরা অন্তঃসত্ত্বাও হতে পারে।” আরেক জঙ্গির হুমকি, “তোমাদের জন্য আমাদের ভাইরা মারা গিয়েছে। আমরা তোমাদের সকলকে গুলি করে দেব।” তার পর তিন মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, ওই পাঁচজনকে একটি গাড়িতে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে।

Advertisement
হামাসের ডেরায় বন্দি ইজরায়েলি মহিলা সৈনিক।

জানা গিয়েছে, ওই ভিডিওটি পণবন্দিদের পরিবারের একটি ফোরাম এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিল।  যা প্রকাশ্যে আসতেই ফের একবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে পণবন্দিদের পরিবার। দ্রুত তাঁদের ফেরানোর দাবি জানাচ্ছে সকলে। এখন গাজায় হামাসের ঘাঁটিতে বন্দির সংখ্যা ১২৩। যাঁরা গত ২২৯ দিন ধরে বন্দি রয়েছেন। এই ভিডিও সামনে এনে তরুণীদের মধ্যে একজনের বাবার কাতর আর্জি, “গোটা ভিডিওটি ১৩ মিনিটের। যা সেন্সর করা। ওঁদের উপর কী অত্যাচার হচ্ছে তা আমরা কল্পনাও করতে পারছি না। আমরা আমাদের মেয়েদের এইভাবে দেখতে আর পারছি না। আমরা চাই প্রশাসন দ্রুত কোনও ব্যবস্থা নিক।” গাজা থেকে বন্দিদের দ্রুত ঘরে ফেরাতে আলাদাভাবে আলোচনা শুরু হয়েছে রাষ্ট্রসংঘে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ