Advertisement
Advertisement
Bangladesh

‘বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ নয়’, ভারতের ঘোষণার পরই সাফাই চিনের

বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের মরিয়া চেষ্টা করছে বেজিং।

Won't interfere in Bangladesh election process, says China | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:August 17, 2023 10:39 am
  • Updated:August 17, 2023 1:50 pm

সুকুমার সরকার, ঢাকা: ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বরাবরই ক্ষুব্ধ চিন। শেখ হাসিনা সরকারকে পাশে পেতে তথা বাংলাদেশের বৃহৎ বাজার ধরতে এখনও ব্যর্থ দেশটি। পাকিস্তানের পর বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের মরিয়া চেষ্টা করছে বেজিং। এই প্রেক্ষাপটে ভারতের ঘোষণার পরই চিন জানিয়েছে, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে তারা কোনও হস্তক্ষেপ করবে না।

বরাবরই শেখ হাসিনার আওয়ামি লিগ সরকার চিনের না পসন্দ। খালেদা জিয়ার বিএনপি দলের পাশেই থেকেছে বেজিং। যে কোনও মূল্যে ঢাকাকে কবজা করে ভারতকে বেকায়দায় ফেলার ছক কষছে কমিউনিস্ট দেশটি। সম্প্রতি বাংলাদেশের নির্বাচন ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন-সহ বিদেশি দেশগুলি সরব হয়েছে। ফলে চাপের মুখে পড়তে হয়েছে ঢাকাকে। তবে বন্ধুর পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে ভারত সাফ জানিয়ে দিয়েছে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নয়াদিল্লির এই ঘোষণার পরেই বুধবার চিন জানিয়েছে, বাংলাদেশের নির্বাচন ইস্যুতে তারা কোনও হস্তক্ষেপ করবে না।

Advertisement

এই বিষয়ে বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, “চিন কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তারাই ঠিক করবে কীভাবে নির্বাচন হবে।” বুধবার রাজধানী ঢাকার শের-ই-বাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন চিনা রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন এসব কথা বলেন।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশের গভীরে জেহাদের শিকড়! মিলল নতুন জঙ্গি আস্তাানার হদিশ]

প্রসঙ্গত, সেই ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনালগ্ন থেকে বিশ্ব দুভাগ হয়ে পড়েছিল। ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার সঙ্গে সঙ্গে ভারত পাশে দাঁড়ায়। এক কোটি বাংলাদেশিকে আশ্রয়-খাদ্য-বস্ত্র দিয়ে সহায়তা দেয়। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করে। এরপর ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে এগিয়ে আসে রাশিয়া। পক্ষান্তরে গোলাবারুদ নিয়ে পাকিস্তান সামরিক জুন্টার সঙ্গে হাত মেলায় চিন, আমেরিকা-সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশ।

[আরও পড়ুন: আজও তাড়া করে বেড়ায় ১৫ আগস্টের বিভীষিকা, স্মৃতিচারণ হাসিনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ