Advertisement
Advertisement

Breaking News

প্রবন্ধ প্রতিযোগিতায় নজিরবিহীন সাফল্য, নাসার পথে বালুরঘাটের ৮ পড়ুয়া

গর্বিত বালুরঘাটবাসী।

Balurghat students on their way to Nasa, to attend seminar
Published by: Subhajit Mandal
  • Posted:August 27, 2018 9:16 pm
  • Updated:August 27, 2018 9:16 pm

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: স্পেসশিপের উপর প্রবন্ধ প্রতিযোগিতার সফল হয়ে নাসার পথে বালুরঘাটের একটি বেসরকারি স্কুলের ৮ পড়ুয়া। আগামী ১০ নভেম্বর আমেরিকায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চলেছে তারা। ভারত থেকে মোট ২৯৭ জন ডাক পেয়েছে সম্মেলনে যোগ দেওয়ার। পশ্চিমবঙ্গ থেকে সুযোগ পাওয়া ৯ জনের মধ্যে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট চকভৃগু এলাকার বেসরকারি স্কুল গ্রিন ভিউ ইংলিশ একাডেমির ৮ জন পড়ুয়া। স্কুলের এই পড়ুয়াদের হাতে সোমবার শংসাপত্র এবং মেডেল তুলে দেওয়া হয়। প্রত্যন্ত জেলার পড়ুয়ারা এমন অনন্য নজির গড়ায়, খুশির আবহ জেলাজুড়ে। 

[রেল ঝুপড়িতে বসবাসকারী মহিলার মৃত্যু, জোরাল ‘অনাহার’ জল্পনা]

জানা গিয়েছে, আন্তর্জাতিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ‘গো টু গুরু’র পক্ষ থেকে কিছুদিন আগে নাসার স্পেসশিপের উপর একটি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন হয়। সেখানে বিশ্ব থেকে হাজারেরও বেশি পড়ুয়া অংশগ্রহণ করে। ভারত থেকে মোট ২৯৭ জন সেই প্রতিযোগিতায় সাফল্য পায়। এই ২৯৭ জন নাসাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে জন্য ডাক পেয়েছে। পশ্চিমবঙ্গ থেকে মোট ৯ জন সেখানে সুযোগ যাওয়ার সুযোগ পেয়েছে। যার মধ্যেই রয়েছে বালুরঘাটের এই ৮ জন পড়ুয়া। পড়ুয়াদের সম্মেলনের জন্য আমেরিকায় নিয়ে যাওয়া-আসার দায়িত্ব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘গো টু গুরু’র। বালুরঘাটের গ্রিন ভিউ ইংলিশ একাডেমির নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত সপ্তর্ষি দাস, ডেইজি চৌধুরি, অঙ্কন চক্রবর্তী, অনিক রঞ্জন দাস, বৈদেহী মণ্ডল, শ্বাশ্বতী প্রজ্ঞা দে, সৌরজিতা কর ও দেবার্ঘ্য বিশ্বাস নামে ৮ জন নাসার আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার ডাক পেয়েছে।

Advertisement

[গ্রহের কুপ্রভাব কাটাতে দুঃস্থ রোগীদের সেবার নিদান জ্যোতিষীর]

বালুরঘাটের গ্রিন ভিউ ইংলিশ একাডেমির স্কুলের অধ্যক্ষা কাকলী চক্রবর্তী  জানান, “এক দুই জন নয়, তাদের স্কুল থেকে আটজন নাসায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন যোগ দিতে চলেছেন। এটা কারো একার প্রচেষ্টায় হয়নি। সকলের প্রচেষ্টায় এমনটা সম্ভব হয়েছে। প্রথমে ভাবতে পারেননি এতজন সুযোগ পাবে। এমন অনন্য নজির গড়ায় তারা খুশি।” এলাকার পড়ুয়াদের এই সাফল্যে খুশি বালুরঘাটবাসী।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ