Advertisement
Advertisement

Breaking News

BSF

পাচারের সোনা লুকোতে বাড়ি ভাড়া! বিএসএফ হানায় ফাঁস চক্র

সোনা ও ধৃতকে শুল্ক দপ্তর হাতে তুলে দিয়েছে বিএসএফ।

BSF seized golds worth 12 Crore from Bongaon Village
Published by: Paramita Paul
  • Posted:May 26, 2024 2:52 pm
  • Updated:May 26, 2024 3:40 pm

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: গ্রামের বাড়িতে লুকনো কোটি টাকার সোনা। খবর পেয়েই সীমান্তবর্তী এলাকার বনগাঁর গ্রামে হানা দেয় বিএসএফ। ১৬ কেজি সোনার উদ্ধারের পাশাপাশি ওই ব্যক্তিকে আটকও করা হয়েছে। সোনা ও ধৃতকে শুল্ক দপ্তর হাতে তুলে দিয়েছে বিএসএফ।

বেশ কিছুদিন ধরে সূত্র মারফত খবর মিলছিল, গ্রামের কোনও এক বাড়িতে লুকনো রয়েছে সোনা। খবর পেয়ে বনগাঁ গুনার মাঠের ৫ নম্বর ব্যাটেলিয়ানের কর্মরত জওয়ানরা হানা দেয়। শনিবার সীমান্ত এলাকার হালদার পাড়া গ্রামে তল্লাশি চালিয়ে অলোক পাল নামে এক পাচারকারীর ঘর থেকে সোনা উদ্ধার করে তাঁরা। উদ্ধার হয় ১৬ কেজি ওজনের বিভিন্ন আকারের সোনার টুকরো। যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি টাকা।

Advertisement

[আরও পড়ুন: জাতীয় দলের কোচ হতে বিশেষ ‘শর্ত’! বিসিসিআইকে কী জানালেন গম্ভীর?]  

Advertisement

 

বিএসএফের জিজ্ঞাসাবাদে পাচারকারী অলোক পাল জানান, গত একমাস ধরে তাঁর বাড়িতে বাংলাদেশ থেকে এক ব্যক্তি এই সোনাগুলি লুকিয়ে রাখছিলে। যার বিনিময়ে প্রত্যেকদিন তাঁকে ৪০০ টাকা করে দেওয়া হচ্ছিল। বিএসএফ জানিয়েছে, ধৃত অলোক আগেও সোনা পাচারের দায়ে জেল খেটেছেন।

[আরও পড়ুন: ভিসা সমস্যায় আটকে বিরাট! বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে যেতে পারলেন না কোহলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ