Advertisement
Advertisement

Breaking News

Illegal arms factory recovers in Basanti

শাড়িতে জরির কাজের আড়ালে অস্ত্র কারবার! ক্রেতা সেজে ২ অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

ধৃতদের মধ্যে একজনকে আগেও পুলিশ গ্রেপ্তার করেছে।

Illegal arms factory recovers in Basanti । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 29, 2023 4:36 pm
  • Updated:April 29, 2023 4:36 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: শাড়িতে জরির কাজের আড়ালে অস্ত্রের কারবার। ক্রেতা সেজে দুর্নীতির পর্দাফাঁস করল বারুইপুর পুলিশ জেলা। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ।

গোপন সূত্রে বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা খবর পান বাসন্তী থানা এলাকার রামচন্দ্রপুর এলাকায় শাড়ির জরির ব্যবসার আড়ালে অস্ত্র কারবার চলছে। নিচু খড়ের ছাউনির মাটির ওই ঘরগুলিতে মহিলারা জরির কাজ করেন বলেই জানতে পারেন আধিকারিকরা। সেখানেই ক্রেতা সেজে যান আধিকারিকরা। দেখেন রমরমিয়ে চলছে অস্ত্রের কারবার।

Advertisement

[আরও পড়ুন: জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! হাওড়া থেকে এসটিএফের হাতে গ্রেপ্তার কোচবিহারের যুবক]

৭টি ইম্প্রোভাইজ লং ফায়ার আর্মস উদ্ধার করেন আধিকারিকরা। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতেরা হল মোতালেফ ওরফে হাঁসা পুরকাইত এবং জয়নাল মোল্লা। অভিযুক্তদের মধ্যে মোতালেফ ২০১৯ সালে গ্রেপ্তার হয়। জামিনে মুক্তি পাওয়ার পর অস্ত্র কারবার শুরু করে সে। অস্ত্রশস্ত্র কোথায় বিক্রি করা হত, কারা ছিল ক্রেতা, কতদিন ধরে ব্যবসা চলছে – এমনই নানা প্রশ্নের ভিড়। ধৃতদের জেরা করে এই সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

Advertisement

[আরও পড়ুন: হাওড়া মেট্রো চালু হলেই পালটে যাবে মঙ্গলাহাটের দিন! কী প্রস্তাব দেওয়া হল ব্যবসায়ীদের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ