Advertisement
Advertisement

Breaking News

Panchayat Poll

পঞ্চায়েতের ফলাফল: আঁধার নামতেই মুড়িমুড়কির মতো বোমাবাজি ভাঙড়ে, গণনাকেন্দ্রে আটকে আরাবুল

ভাঙড়ের জেলা পরিষদে জয়ী আরাবুলপুত্র।

Panchayat Poll result: Bombing at Bhangar, Arabul Islam stucks at DCRC | Sangbad Pratidin

ছবি: শুভাশিস রায়।

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 11, 2023 8:01 am
  • Updated:July 12, 2023 9:27 am

শেষ হয়েছে পঞ্চায়েত ভোট। মঙ্গলবার  ছিল ভোটের ফলপ্রকাশ। পঞ্চায়েতের দখল করল কি ঘাসফুল শিবির? কেমন ফল করল বিরোধীরা? কে এগিয়ে গেল? পিছিয়ে পড়ল কোন দল? দেখে নিন এক ঝলকে।

রাত ১২.১৪: পুরুলিয়ার জেলা পরিষদের দুই আসনে জয়ী তৃণমূল প্রার্থী। 

Advertisement

রাত ১১.৫২: কাঁঠালিয়া স্কুলে ডিসিআরসি গণনাকেন্দ্রে আটকে আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল। ভিতরে রয়েছেন আইএসএফের কিছু কর্মীও। অভিযোগ, গণনাকেন্দ্রের বাইরে লাগাতার বোমাবাজি চলছে। বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে ভোট সন্ত্রাস চলছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। তবে পুলিশের তরফে কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

Advertisement

রাত ১১.৪২; ভাঙড়ে জেলা পরিষদের ৩ আসনের মধ্যে একটি আসনে জয়ী আরাবুলপুত্র হাকিমুল ইসলাম। আরেকটি আসনে তৃণমূল প্রার্থী জাভেদ মিঁয়াদাদকে হারিয়ে জয়ী আইএসএফের আইনুল হক। আরেকটি আসনে কড়া টক্কর চলছে। অন্যদিকে রাত বাড়তেই ভাঙড় ২ ব্লকে শুরু বোমাবাজি। কাঠগড়ায় আইএসএফ। 

রাত ১১.১৮: হরিণঘাটার বিরহীতে ৩৪ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে বিজেপি। ঘটনাস্থলে পৌঁছেছে হরিণঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। অভিযোগ, হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয় সংলগ্ন মহাবিদ্যালয়ে গণনা চলাকালীন একাধিক জেতা বিজেপি প্রার্থীদের রি-কাউন্টিং করানো হচ্ছে একাধিক বার, তৃণমূল প্রার্থীদের জেতানোর উদ্দেশ্যে। এমনকী, বিজেপির প্রার্থীদের আটকে রাখা হয়েছিলো বলে অভিযোগ। 

রাত ১১.১৭: কোচবিহার জেলার ১২টি পঞ্চায়েত সমিতির মধ্যে সবকটিতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল।

রাত ১১.১১: কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির ২৪ আসনের মধ্যে তৃণমূল জয়ী ১৫টিতে। বিজেপি পেয়েছে ৯টি আসন।

রাত ১০.৪৮: পুরুলিয়ায় বরাবাজার পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে তৃণমূল জয়ী ২৪টি আসনে। পুঞ্চা পঞ্চায়েত সমিতির ২৬ টির মধ্যে তৃণমূল জয়ী ২১টি, বিজেপি ২ টি, সিপিএম ২টি এবং নির্দল ১ টিতে।

রাত ১০.৩৪: পুরুলিয়ার পুঞ্চা পঞ্চায়েত সমিতিতে জয়ী তৃণমূল। এই পঞ্চায়েত সমিতির মোট আসন ২৬টি। তার মধ্যে তৃণমূলের দখলে ২১। বিজেপি ও সিপিএম পেয়েছে ২টি করে আসন। নির্দলের দখলে বাকি ১টি আসন।
রাত ১০.২৫:
ভোটগণনা শেষ না হতেই তৃণমূল কর্মীদের ‘চোর, চোর’ স্লোগান তুলে মারধরের অভিযোগ। মুর্শিদাবাদের রানিনগর বাজারে তীব্র উত্তেজনা। তৃণমূল কর্মীরা ভোটগণনা কেন্দ্র থেকে টোটোয় করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁদের লক্ষ্য করে বাম-কংগ্রেস জোট কর্মীরা ‘চোর, চোর’ স্লোগান তুলে মারধর করে বলে অভিযোগ। তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে বাম-কংগ্রেস নেতৃত্ব। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাত ৯.৩০:
পঞ্চায়েত ভোটের গণনাকে কেন্দ্র করে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার অশোকনগর। গণনাকেন্দ্রের সামনে জমায়েত-ইটবৃষ্টি। জমায়েতকারীদের হঠাতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ফাটাতে হয়।
রাত ৯.১৫:
পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয় তৃণমূলের। ‘এই জয় গণদেবতার’, রাজ্যবাসীকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata
সন্ধে ৭.১২:
শান্তনু ঠাকুর ও দিলীপ ঘোষের বুথে জয়ী তৃণমূল।
সন্ধে ৬.৪৪:
পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা ও গোজিনা এই দুই গ্রাম পঞ্চায়েত জয়লাভ বিজেপির। পরমানন্দপুর, ময়না ১, ময়না ২, তিলখোঁজা, শ্রীকন্ঠা, গোকুলনগর, রামচক, নৈছনপুর ১, নৈছনপুর ২ এই ন’টি আসনে জয়ী তৃণমূল।
সন্ধে ৬.৩৪: ভোটের ফলপ্রকাশের পর টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ‘নো ভোট টু মমতা’কে ‘নাও ভোট ফর মমতা’ করার জন্য সাধারণ মানুষকে টুইটে ধন্যবাদ জানান তিনি।

সন্ধে ৬.০৪: বিজেপি প্রার্থীদের অনৈতিক উপায়ে হারানোর অভিযোগ। বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিকেল ৫.৪৬:
৪০ হাজার ৪৩৬ ভোটে জয়ী বীরভূম জেলা পরিষদের নানুরের তৃণমূল প্রার্থী কাজল শেখ।
বিকেল ৫.৪০:
দক্ষিণ ২৪ পরগনায় গ্রাম পঞ্চায়েতে এখনও পর্যন্ত তৃণমূল ৩০২৫টি, বিজেপি ৪১৮টি, বামফ্রন্ট ১৯৩টি, কংগ্রেস ৪৭টি এবং অন্যান্যরা ২৮৬টিতে এগিয়ে।
বিকেল ৫. ০৩:
বীরভূম ইলামবাজার থেকে ২৯৪৭৬ ভোটে জয়ী জেলা পরিষদের প্রার্থী বিকাশ রায়চৌধুরী।

বিকেল ৪.৫৩: এখনও পর্যন্ত পুরুলিয়ায় ১৭০টির মধ্যে ৭৮ টি গ্রাম পঞ্চায়েত এককভাবে দখল করল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়ায় ১০৪ টি গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল। 

WB Panchayat Poll 2023: Opposition did not file nomination at Chopra, TMC wins 217 seat
ফাইল ছবি।

বিকেল ৪. ৪৭: কোচবিহারের প্রায় সব বুথেই এগিয়ে শাসকদল। নিশীথ প্রামাণিকে এলাকাতেও এগিয়ে তৃণমূল।  

বিকেল ৪. ৪৫: ভাঙড়ের গাজিপুরে অশান্তি। গ্রেপ্তার ৭ আইএসএফ কর্মী। এদিকে উত্তর ২৪ পরগনার অশোকনগরে আক্রান্ত কংগ্রেস ও আইএসএফ প্রার্থী।   

বিকেল ৪. ৪০: ভোটের বিকেলে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বললেন, “গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু হল হিংসা। ভোটের দিনে এক ফোঁটা রক্তপাতও সার্বভৌমত্বের উপর হামলা।”

WB Governor likely to visit Delhi after Panchayat Election
ফাইল ছবি।

বিকেল ৪.৩৫: খেজুরিতে গণনাকেন্দ্রের বাইরে বিজেপি কর্মীদের অশান্তি। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ বাহিনীর।

বিকেল ৪.৩০: ভোটের দিনে অশান্তির অভিযোগ। কলাগ্রাম পঞ্চায়েতর ১৯৫ নম্বর বুথের কংগ্রেস প্রার্থী আবদুল জব্বর মল্লিককে গ্রেপ্তার। নন্দীগ্রামের একাধিক বুথে এগিয়ে বিজেপি।

বিকেল ৪.১৩: খানাকুলের ১৩ টি গ্রাম পঞ্চায়েতের ১১ টি তৃণমূল, ২ টি জয়ী বিজেপি। ২ নম্বর ব্লকের ৯ টি তে বিজেপি, ২ টি তে তৃণমূল জয়ী। আরামবাগের ১৫ টি আসনই তৃণমূলের দখলে। গোঘাট ২ নম্বর ব্লকের ৯ টিই তৃণমূলের। পুরশুড়া ব্লকের ৮ টি আসনই শাসকদলের দখলে।  মালদহে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের এলাকায় পরাজিত তৃণমূল।

বিকেল ৪. ১০: কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনার পর প্রথম নির্বাচন হল শীতলকুচিতে। এগিয়ে শাসকদল। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭ টিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। দুটি আসনে এগিয়ে বিজেপি। নছিপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপি। বিজেপির হাতছাড়া হল লালুয়া। সেখানে এগিয়ে তৃণমূল। খাজরায় তৃণমূলের দখলে ৭, বিজেপির ৩, সিপিআইএমের ১ ও বাকি দুটি আসনে গণনা চলছে। এককথায় কেশিয়াড়িতে গেরুয়া উড়ে গেল সবুজ ঝড়ে।

বিকেল ৪.০৪: ‘এটাই যেন রক্তের হোলিতে শেষ নির্বাচন হয়’, গণনার মাঝে বললেন মদন মিত্র।

বিকেল ৪.০০: বিজেপির বিধায়ক বিমান ঘোষকে ঘিরে ধরে তৃণমূল কর্মীদের তুমুল বিক্ষোভ। গালিগালাজের পাশাপাশি উঠল চোর স্লোগান। ব্যাপক উত্তেজনা এলাকায়।

দুপুর ৩. ৫৩: গণনা চলাকালীন বেশ কিছুক্ষণ ধরে অচল রাজ্য নির্বাচন কমিশনের ওয়েব সাইট। 

দুপুর ৩. ৫০: ISF প্রার্থীকে গণনাকেন্দ্র থেকে টেনে হিচঁড়ে বের করে দেওয়ার অভিযোগ। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। অশোকনগরে পুকুরে ব্যালট ফেলে দেওয়ার অভিযোগ।

দুপুর ৩.৩৫: ময়নায় ভোটগণনার দিন বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরদান গ্রামে বোমা বিস্ফোরণ। হাত উড়ে গেল এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম গুরুপদ ভুঁইঞা। তাঁর বয়স ৬৪ বছর।

দুপুর ৩.৪০: গ্রাম পঞ্চায়েতের ১৬,৩৬৩ টি আসনে এগিয়ে তৃণমূল। দ্বিতীয় স্থানে বিজেপি। পদ্ম শিবির এগিয়ে ১৬৮৪ টিতে। তৃতীয় স্থানে রয়েছে বাম-কংগ্রেস জোট। তারা এগিয়ে ১২৫৯ আসনে। প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েতে মোট আসন ৬৩ হাজার ২২৯। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতেছে ৭,৯৪৪টি আসনে। দু’টি আসনে জয়ী বিজেপি। তিনটি আসনে জয়ী সিপিএম। অন্য প্রার্থীরা জয়ী ৫৩টি আসনে।

দুপুর ৩. ৩০: জয়ী মিমি চক্রবর্তীর ছোট মামী পুনম চক্রবর্তী। তৃণমূলের হয়ে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পাণ্ডাপাড়ার ১৭/১৫৫ নম্বর আসনে ভোটে লড়েন তিনি। 

দুপুর ৩.০০: জলপাইগুড়ি জেলায় গ্রাম পঞ্চায়েতের মোট ১৭০১ টি আসনের মধ্যে তৃণমূল ১১৯ টি আসনে জয়ী। বিজেপির দখলে ৬৩ টি আসন। সিপিএমের দখলে ৭ ও নির্দলের ৫ টি আসন। পত্রসায়রে উল্লাস তৃণমূলের। 

দুপুর ২.৪৫: কালনার কাকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে গ্রামসভার আসনে জিতেই তৃণমূলের যোগদান। সহজপুরের ১৬৯ সংসদ থেকে জেতা সিপিএম প্রার্থী গীতা হাঁসদা ২৩ ভোটে জয় লাভ করেন। ফলে পঞ্চায়েতের মোট ১৮ টি আসনের মধ্যে তৃণমূল ১৭ টি আসনেই জয়লাভ করেছিল, একটি আসনে কেবলমাত্র সিপিএম জেতে। কিন্তু গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসার পরই তিনি তৃণমূলের যোগদান করেন। এ প্রসঙ্গে জয়ী প্রার্থী বলেন, “আগে আমি তৃণমূলটাই করতাম। কিছু রাগের কারণে সিপিএমে যোগদান করেছিলাম।” 

বেলা ২. ৩০: বলরামপুর ব্লকের ঘাটবেড়া-কেরোয়া গ্রাম পঞ্চায়েতের আট নম্বর আসনের জয়ী তৃণমূল প্রার্থী তনুজা কুমার। ১৮০ ভোটে জয়লাভ করলেন প্রাক্তন মাও এরিয়া কমান্ডার আনন্দ কুমার ওরফে নন্দ-র স্ত্রী।

বেলা ২.২৫: পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকে গ্রাম পঞ্চায়েতের একটি আসনে জয়ী সিপিএম।

বেলা ২. ২১: রানিনগরে এগিয়ে বাম জোট। সিঙ্গুর ও খাদিকুলের সমস্ত পঞ্চায়েতের সব আসনে এগিয়ে তৃণমূল।   

বেলা ২.১৮: পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের নিত্যানন্দপুর পঞ্চায়েতের মোট ২২ টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ১৬ টি আসন।

বেলা ২.১০: বাসন্তীতে বিজয় উৎসব বিজেপির। জমায়েত হঠাতে লাঠিচার্জ পুলিশের। 

বেলা ২.০৫: খাদিকুলে ৮২ ভোটে জয়ী হলেন বিজেপির পুষ্পলতা সাউ। দুই বারের প্রাক্তন প্রধান শান্তিলতা দাস ৫২ ভোটে পরাজিত। শান্তিলতা দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা আনে নির্দল ও তৃণমূল। পরে নির্দলের প্রধান হয়। এবার এই পঞ্চায়েত বিজেপি দখল করল।

বেলা ১. ৫৮: রাজনৈতিক ময়দানে এই প্রথম উড়ল হলুদ আবির। পুরুলিয়ার আড়শা ব্লকে সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের আহাড়রাতে জয়ী দুই কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী। সবে মিলিয়ে এই গ্রাম পঞ্চায়েতে মোট সাতজন কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী জয়লাভ করেছেন। আহাররাতে কুড়মি সমর্থিত দুই নির্দল প্রার্থীর নাম ঝরনা মাহাতো ও সহদেব বাউরি। এদিকে পূর্ব মেদিনীপুরের খাদিকুলে জয়ী হল বিজেপি।

বেলা ১. ৪৫: জামালপুরে ব্যালট চুরির চেষ্টার অভিযোগে আটক এক মহিলা। গণনা চলাকালীন এক মহিলা দু’বান্ডিল ব্যালট ছিনতাই করে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তাঁকে ধরে ফেলে। তল্লাশি চালিয়ে ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। জামালপুর থানার পুলিশ তাঁকে আটক করে। মহিলার নাম রুকসোনা মল্লিক। তিনি তৃণমূলের এজেন্ট বলেই খবর। 

বেলা ১. ৩৫: ভোটগণনা শেষ হওয়ার আগেই সোদপুরের ঘোলা শশীভূষণ স্কুল সংলগ্ন এলাকায় বিজয় উল্লাস তৃণমূল-কংগ্রেসের কর্মী-সমর্থকদের। হুগলি জেলাতেও তৃণমূলের বিজয় উৎসব। জয়ী প্রার্থীরা মেতে উঠলেন সবুজ আবির খেলায়। সঙ্গী চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।  

বেলা ১.২২: বাঁকুড়ার শালতোড়ে আক্রান্ত বিজেপি। বিধায়ক চন্দনা বাউরির গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ক্যাম্প অফিসে ছিলেন চন্দনা বাউরি। সেই ক্যাম্প অফিস লক্ষ্য করে ইটবৃষ্টি হয় বলে অভিযোগ।

বেলা ১. ১০: হাবড়া ২ নম্বর ব্লকের পুমলিয়া ১৮ নম্বর বুথে নির্দল প্রার্থী জয়ী। তৃণমূলের তরফে পুর্নগণনার দাবি। এরই মাঝে ব্যালট নিয়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ।  

বেলা ১.০৭: ভাঙড়ের ভোগালি ২ নম্বর পঞ্চায়েতে জয়ী ISF। জয়ের পরই কাটাডাঙায় পরপর তিনটি বোমা বিস্ফোরণের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল।

ছবি: শুভাশিস রায়।

বেলা  ০১.০৫: ভাঙড় ২ নম্বর ব্লকের ১০টা পঞ্চায়েতের মধ্যে ৯ টিতেই জয়ী তৃণমূল, এমনই দাবি করেছেন আরাবুল ইসলাম। তবে আরাবুল ইসলামের নিজের এলাকাতেই হার তৃণমূলের। পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে জয়ী জমিরক্ষা কমিটি।

বেলা ০১. ০১: দল দূরত্ব বাড়ালেও দলের পাশেই পার্থ চট্টোপাধ্যায়।  তবে তিনি দলের পাশেই। ‘মা-মাটি-মানুষের জয় হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়’, ভোটগণনা শেষের আগেই ভবিষ্যদ্বাণী পার্থ চট্টোপাধ্যায়ের।

বেলা ১২. ৫৮: মনোনয়ন জমা দেওয়ার দিনেই আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে নিরাপত্তাও পান তিনি। কীর্ণাহারে ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে জয়ী বিজেপির বোলপুর জেলার সাংগঠনিক সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল। ৯০ টি ভোটে জিতেছেন তিনি৷

বেলা ১২. ৫৪: বাসন্তীতে ফের উত্তেজনা। পুকুরে ফেলা হল ব্যালট পেপার। পাহাড়ে এগিয়ে বিজিবিএম।

বেলা ১২. ৫৩: পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ভাতার গ্রামপঞ্চায়েতে তৃণমূল সিপিএম হাড্ডাহাড্ডি লড়াই। মোট আসন ২৬ টি
প্রথম রাউন্ডে ১৪ টি গননা হয়েছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী ৮ টি আসনে। সিপিএম জিতেছে ৬ টিতে। পুরুলিয়ায় গ্রাম পঞ্চায়েতের ৭ টি আসন তৃণমূলের দখলে।

বেলা ১২. ৪৪: খণ্ডঘোষে সিপিএমের এজেণ্টকে আক্রমণের অভিযোগ। গুরুতর আহত জামিরুল ইসলাম। বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

 

বেলা ১২. ৪০: নিরাপত্তাহীনতার অভিযোগ। বালির দুর্গাপুর পল্লিমঙ্গল বিদ্যামন্দির থেকে বেরিয়ে গেলেন বামেদের এজেন্টরা।  

বেলা ১২. ৩৫: গ্রাম পঞ্চায়েতে পরাজিত বিজেপির জেলা সভাপতি ভূষণ মোদক। ফালাকাটার ময়রাডাঙ্গা গ্রামপঞ্চায়েতের ১৩/১১৬ নম্বর বুথে হেরেছেন তিনি। ওই আসনে জয়ী হয়েছেন তৃণমূলের বিমল মোদক। এদিকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বুথে জয়ী বিজেপি। 

ভূষণ মোদক, পরাজিত বিজেপি প্রার্থী

বেলা ১২. ৩০: কাটোয়া ২ নম্বর ব্লকের জগদানন্দপুর পঞ্চায়েতের ১৯ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে ১৪ টি আসন। সিপিএমের দখলে ৫ টি।

বেলা ১২. ২৪: পঞ্চায়েতে জয়ী এনআইএ-এর হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ৩০৯ টি ভোটে জয় লাভ করেছেন তিনি।

বেলা ১২. ১৪: গণনাকেন্দ্রের বাইরে অবৈধ জমায়েত হঠাতে লাঠিচার্জ পুলিশের। বারাসত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়ার আইটিআই স্কুলের গণনা কেন্দ্রের বাইরের ঘটনা। কয়েকজন আহত হয় বলে অভিযোগ। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মারা হয়েছে। 

বেলা ১২.০৪: কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত বিধায়ক তাপস সাহা। তাঁকে গলায় ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তৃণমূল বিধায়ক নন, তৃণমূল কর্মীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

সকাল ১১. ৫৪: ফরাক্কার পাটকেলডাঙ্গা ১৮৩ নম্বর বুথে ১৭৬ ভোটে কংগ্রেসের কাছে পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান।

সকাল ১১. ৪৭: বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের গ্রাম পঞ্চায়েত ১৫ টি আসনে, তালডাংরার ৬টি, সিমলাপাল ব্লকের দুটি আসনে জয়ী তৃণমূল। 

সকাল ১১. ৪৫: তমলুকের নীলকুন্ঠ‍্যা গ্রাম পঞ্চায়েতের ২৭টি আসনের মধ্যে তৃণমূল ২৪, বিজেপি ২ ও সিপিআই এম ১ টি আসনে জয়ী। সুতি ১ নম্বর ব্লকের  হাড়ুয়া গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর ১ নম্বর বুথে একটি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী।  

সকাল ১১. ৪২: কোলাঘাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৬ টি আসনে জয়ী তৃণমূল। দুটিতে বিজেপি, একটিতে সিপিএম। 

সকাল ১১. ৪০: সামশেরগঞ্জের কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর বুথে জয়ী কংগ্রেস প্রার্থী আলম শেখ।

Panchayat Election LIVE UPDATE 2023: TMC worker murdered in Maldah
ফাইল ছবি।

সকাল ১১.৩৫: কোচবিহারের ফলিমারিতে গণনাকেন্দ্রে ব্যাপক উত্তেজনা। কালি ছিটিয়ে ব্যালট নষ্টের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল প্রার্থীকে আটক করেছে পুলিশ।

সকাল ১১.৩০: কোন্নগরের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৯ টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ছটি আসনে জয়ী সিপিএম। পাঁচটিতে জয়ী তৃণমূল।

সকাল ১১.২০: দুবরাজপুরে গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। অনুব্রতর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করে সংবাদ শিরোনামে এসেছিলেন শিবঠাকুর মণ্ডল। এবার পঞ্চায়েত ভোটে প্রার্থী হন তাঁর লিপিকা। জয়ী হলেন তিনি। জয়ের খবরে খুশি লিপিকা। জানালেন, সবসময় তৃণমূলের সঙ্গেই রয়েছেন তিনি।

সকাল ১১.১০: দীনবন্ধু মহাবিদ্যালয়ের গণনাকেন্দ্রে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করতেই বিরোধীদের সঙ্গে সংঘর্ষ। বাঁশ হাতে দৌড়াদৌড়ি, মাথা ফাটল তৃণমূল নেতা ও তৃণমূল প্রার্থীর। 

সকাল ১১.০৯: পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) গণনা একেবারে মধ্যগগনে। তারই মধ্যে পুনর্নির্বাচনের দাবি তুলে ফের আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার গণনা চলাকালীনই ৬ হাজার বুথে ফের ভোটগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে যান তিনি।

সকাল ১১.০৬: ধারালো অস্ত্র নিয়ে গণনাকেন্দ্রে ঢোকার চেষ্টা। ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ইসলামপুরের কালিকাপুরে। কেন্দ্রীয় বাহিনী বাধা দিতেই অভিযুক্ত জানায়, সে কষাই। কী কারণে সে বুথে ঢুকতে চাইছিল, তা নিয়ে ধন্দ।

সকাল ১১. ০৫: মুর্শিদাবাদ হারুয়া অঞ্চলের অমরপুরের কংগ্রেস প্রার্থী রাজেশ মণ্ডল জয়ী। সামশেরগঞ্জের তিনপাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ৩৯ নম্বর বুথে জয়ী কংগ্রেস প্রার্থী আবদুল বারিক। রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের কানপুর অঞ্চলের মোট আসন সংখ্যা ২৮ টি।তার মধ্যে ১১ টিতে জয়ী শাসকদল। ১টিতে নির্দল ও ১টিতে জয়ী কংগ্রেস। ফরাক্কার বেওয়া ২ নম্বর গ্রাম পঞ্চােয়েতের ৩৫ নম্বর বুথে জয়ী তৃণমুল প্রার্থী আয়েশা খাতুন। 

সকাল ১১.০০: পূর্ব বর্ধমানের ভাতারের আমারুনে গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা। সিপিএমের এক কাউন্টিং এজেন্টকে গণনাকেন্দ্রের ভিতরে মারধরের অভিযোগ। খবর পেয়ে গণনাকেন্দ্রের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা বিরোধীদের। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাঁদের বাধা দেয়। উত্তেজনা এলাকায়।

সকাল ১০. ৫৬: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর না থাকায় বন্ধ গণনা।  

সকাল ১০. ৫৫: সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত ২১ ও ৬১ নম্বর বুথ আঙারগড়িয়া ও মহম্মদবাজারে অঞ্চলে কুলে ও রাজ্যধরপুর বুথে জয়ী বিজেপি।  উত্তর ২৪ পরগনায় পঞ্চায়েতের ৭৪ টি আসনে এগিয়ে তৃণমূল। ১৩ টি আসনে এগিয়ে সিপিএম। এদিকে বারবনিতে বিজয় উল্লাস শাসকদলের।

সকাল ১০. ৪৪: বালির জগাছা ব্লকের পল্লিমঙ্গল স্কুলে সিপিএম প্রার্থীকে মারধর করে বার করে দেওয়ার অভিযোগ।

সকাল ১০. ৪০: সামশেরগঞ্জের চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের ১৯৩ নম্বর বুথে ৮৭ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব চৌধুরী। আবির খেলায় মাতলেন কর্মীরা।

ফাইল ছবি।

সকাল ১০. ৩১: পূর্ব বর্ধমানে জেলা পরিষদের একটি আসনে এগিয়ে সিপিএম।

সকাল ১০.৩০: হাওড়ায় ১৫৭ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৯ টি আসনে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। ১৪ টি পঞ্চায়েত সমিতির মধ্যে দুটো বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে তৃণমূল।

সকাল ১০.২৫: বারাকপুরের গণনাকেন্দ্রে অশান্তি। বিজেপি প্রার্থীকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ।

সকাল ১০. ১০: গণনার দিন সকালে ফের দলের অস্বস্তি বাড়ালেন হুমায়ুন কবির। প্রশ্ন তুললেন, “দিদি মুখ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী, তাহলে মুর্শিদাবাদে এত মৃত্যু কেন?”  

সকাল ১০.০১: হুগলির জাঙ্গিপাড়ায় গণনাকেন্দ্রের সামনে তৃণমূল ও সিপিএমের মধ্যে বাদানুবাদ। সিপিএম পার্টির কার্যালয়ের সামনে সিপিএম কর্মী ও কাউন্টিং এজেন্টদের উপর লাঠিচার্জ পুলিশের।  

সকাল ৯.৫৬: বালির দুর্গাপুরে গণনাকেন্দ্রের বাইরে বিজেপি প্রার্থী ও কর্মীদের উপর হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। মেরে মাথা ফাটানোর অভিযোগ। মহিলা কর্মীদের জামা কাপড় ছিড়ে দেওয়ার অভিযোগ।

সকাল ৯.৫৩: অন্ডালের গণনাকেন্দ্রে যাওয়ার সময় সিপিএমের কাউন্টিং এজেন্টকে অপহরণের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।

সকাল ৯. ৪২: ভোট গণনার সকালে দিল্লি থেকে ফিরেই ভাঙড়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।

 

সকাল ৯.৩৫: খণ্ডঘোষ ব্লকের গণনাকেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের।

সকাল ৯.২৬: গলসির মানকরের বুদবুদ মহাকালী বিদ‍্যালয়ে ঢোকার সময় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বুদবুদ ব্লক কংগ্রেস সভাপতি জয়গোপাল দে ও  গ্রাম সংসদের কংগ্রেস প্রার্থী অসিতকুমার মুখোপাধ্যায়-সহ কংগ্রেস কর্মীরা। তাঁরা মানকর গ্রামীণ হাসপাতালে ভরতি।  অসিতবাবুর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ও ডান পা ভেঙ্গে দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

ছবি: সুদীপ বন্দ্যোপাধ্যায়।

সকাল ৯. ২৫: দেগঙ্গায় জগদীশচন্দ্র পলিটেকনিক কলেজের কেন্দ্রে বহিরাগতদের দাপাদাপি। জমায়েত হঠাতে লাঠিচার্জ পুলিশের।

সকাল ৯.২০: অবৈধ জমায়েত হঠাতে সামশেরগঞ্জে লাঠিচার্জ পুলিশ ও বাহিনীর। তুমুল উত্তেজনা এলাকায়।

সকাল ৯.১২: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে একসঙ্গে রাস্তা অবরোধে অবরোধ বাম-বিজেপি-কংগ্রেস।

সকাল ৯.১০: গলসিতে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। হাওড়ার সাঁকরাইলে গণনাকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গেট ভেঙে ঢোকার চেষ্টা। 

সকাল ৯.০৫: রানীগঞ্জে ভোট গণনাকেন্দ্রের বাইরে সমর্থকদের নিয়ে বসে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

ছবি: শেখর চন্দ।

সকাল ৮.৫৫: “ছাপ্পা দিয়েও ভয় পাচ্ছে তৃণমূল। বোমাবাজি করছে”, অভিযোগ এসএফআই নেতা প্রতীকুর রহমান।

 

সকাল ৮.৫২: গাইঘাটায় গণনাকেন্দ্রের বাইরে হাজার মানুষের জমায়েত। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ পুলিশের।

সকাল ৮.৫০: মালদহে গণনাকেন্দ্রের সামনের জমায়েত হঠাতে লাঠিচার্জ পুলিশ ও বাহিনীর। 

সকাল ৮.৪০: ঘড়ির কাঁটা আটটা পেরিয়ে গেলেও এখনও গণনা শুরু হল না কান্দির বড়ঞা ভরতপুর-সহ বিভিন্ন গণনাকেন্দ্রে। চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। 

 

সকাল ৮.৩৫: সামশেরগঞ্জের  জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠের গণনাকেন্দ্রে সংবাদ মাধ্যমকে ঢুকতে বাধা।

সকাল ৮. ২৫: রাজারহাট শিক্ষা নিকেতন হাই স্কুলের কেন্দ্রে শুরু হয়েছে গণনা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

বারাবনিতে উত্তেজনা।

সকাল ৮.২০: হুগলির মোট ২০৭ টি গ্রামসভা, ১৮ টি সমিতি, ৫৩ জেলা পরিষদের আসনের গণনার দায়িত্বে মোট  ৬৫০০ কর্মী। ২০০০ টেবিলে চলছে গণনা।

সকাল ৮.১৫: কাটোয়া বিআইটি কলেজের গণনাকেন্দ্রে বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের দ্বারস্থ বিজেপি।  

ছবি: ধীমান রায়।

সকাল ৮.১২: বীরভূমের নানুরে সিপিএমের কর্মী-সমর্থকরা গণনা কেন্দ্রে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা রাস্তা আটকে দেয় ও যেতে বাধা দেয়। তারপর সিপিআইএমের কর্মীরা কীর্ণাহার বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে ও বিক্ষোভ দেখায়।

সকাল ৮.১০: ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজের সামনে মুড়িমুড়কির মতো পড়ল বোমা। অভিযোগ, বিরোধীদের লক্ষ্য করে বোমাবাজি করছে শাসকদল।

সকাল ৮.০৫: দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছেই গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিনও জেলায় জেলায় ঘুরবেন তিনি। খতিয়ে দেখবেন পরিস্থিতি।

সকাল ৮.০১: শুরু হল ভোট গণনা।  বারাবনিতে গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল বিজেপি বচসা।

ছবি: রমণী বিশ্বাস।

সকাল ৭.৫৩: আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী কুতুবুদ্দিন ও ১৩৯ নম্বর বুথের সিপিএম প্রার্থী বিশ্বজিৎ সামন্তকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গণনাকেন্দ্রে যাওয়ার সময়ই তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। 

সকাল ৭.৫০: গণনা শুরুর ১০ মিনিট আগে মালদহে গণনা কেন্দ্রের সামনে চূড়ান্ত বিশৃঙ্খলা। প্রচুর মানুষের জমায়েত।    

সকাল ৭.৪০: সাতসকালে রাস্তায় তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম ও তাঁর পুত্র হাকিমুল। জানালেন, জয়ের বিষয়ে নিশ্চিত তাঁরা।

সকাল ৭.৩০: হাতে মাত্র আর কিছুক্ষণ। সকাল ৮ টায় শুরু হবে গণনা। জেলায় জেলায় কড়া নিরাপত্তাবেষ্ঠনীতে মোড়া স্ট্রং রুম। জয় নিয়ে আশাবাদী শাসক বিরোধী উভয় দলই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ