Advertisement
Advertisement
Matthew Perry

শ্রীদেবীর প্রয়াণের স্মৃতি ফেরাল ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরির মৃত্যু, বাথটবে উদ্ধার দেহ

অভিনেতার লস অ্যাঞ্জেলসের বাড়িতে এই ঘটনা ঘটেছে।

'Friends' star Matthew Perry passes away | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 29, 2023 9:00 am
  • Updated:October 29, 2023 4:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাথটবে উদ্ধার জনপ্রিয় ‘ফ্রেন্ডস’ সিরিয়ালের তারকা ম্যাথিউ পেরির (Matthew Perry) দেহ। এমনই খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর মানলে, ৫৪ বছরের অভিনেতার লস অ্যাঞ্জেলসের বাড়িতে এই ঘটনা ঘটেছে। ঠিক যেমন ২০১৮ সালে হোটেলের বাথটবে শ্রীদেবীর নিথর দেহ উদ্ধার হয়েছিল। ঘটনাচক্রে মৃত্যুকালে অভিনেত্রীরও বয়স ছিল ৫৪।

Matthew-Perry-2

Advertisement

১৯৬৯ সালে ম্যাসাচুসেটসে ম্যাথিউর জন্ম। অভিনেতার মা ছিলেন সাংবাদিক, আর বাবা আমেরিকার অভিনেতা জন বেনেট পেরি। ম্যাথিউর জন্মের আগেই তাঁর বাবা ও মায়ের বিচ্ছেদ হয়ে যায়। ১৫ বছর বয়স পর্যন্ত মায়ের কাছেই ছিলেন ম্যাথিউ। সেই সময় টেনিস তারকা হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু তার পর চলে আসেন বাবার কাছে। তখনই ম্যাথিউর নতুন স্বপ্ন দেখা শুরু। অভিনেতা হওয়ার চেষ্টা করতে থাকেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: শহরে আসছে নতুন ভাই গুড্ডু! ‘একটু সরে বসুন’-এর টিজারে যত কাণ্ড ঋত্বিককে নিয়ে]

‘সেকেন্ড চান্স’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় শুরু করেন ম্যাথিউ। পরবর্তীকালে যার নাম হয় ‘বয়েস উইল বি বয়েজ’। তারপর একাধিক সিনেমা, সিরিয়ালে অভিনয় করেছেন। কিন্তু ম্যাথিউকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় ‘ফ্রেন্ডস’ (Friends) সিরিয়ালের চ্যান্ডেলার চরিত্র। আজও এই সিরিয়ালের জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

Matthew-Perry-1

শোনা গিয়েছে, শনিবার ম্যাথিউর দেহ উদ্ধার হয়েছে তাঁর লস অ্যাঞ্জেলসের বাড়ির বাথটব থেকে। তার আগে নাকি ঘণ্টা দুয়েক পিকলবল খেলেছিলেন অভিনেতা। তার পর সহকারীকে বার্তাও পাঠিয়েছিলেন। ঘন্টা দুয়েক পর সহকারী যখন ম্যাথিউর বাড়িতে আসেন। অভিনেতার নিথর দেহ দেখতে পান। অভিনেতার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Matthew-Perry-3

উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে সপরিবারে ঘনিষ্ঠ আত্মীয় মোহিত মারওয়ারের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানে বিলাসবহুল হোটেলের স্নানঘরের বাথটবে অভিনেত্রীর দেহ উদ্ধার হয়েছিল।  তা নিয়ে বিস্তর ধোঁয়াশা হয়। দুবাইয়ের ফরেনসিক বিভাগের তরফে বিষয়টিকে ‘অ্যাকসিডেন্টাল ড্রাউনিং’ বলা হয়েছিল। পরে নাকি অভিনেত্রীর শরীরে অ্যালকোহলও পাওয়া যায়। শ্রীদেবীকে খুন করা হয়েছে, এমন অভিযোগও উঠেছিল। তবে ম্যাথিউর শরীরে কোনও মাদক পাওয়া যায়নি বলেই খবর।  

[আরও পড়ুন: ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ‘মুজিব’, কেমন হল বঙ্গবন্ধুর বায়োপিক? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ