Advertisement
Advertisement
Mimi Chakraborty

বলিউডে পা দিয়েই চমক মিমি চক্রবর্তীর, মুক্তি পেল অভিনেত্রীর প্রথম হিন্দি ছবির ট্রেলার

২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’।

Mimi Chakraborty Shares Shastry Virudh Shastry trailer| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 25, 2023 3:52 pm
  • Updated:October 25, 2023 3:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর সময় দিয়েছিলেন সুখবর। প্রকাশ্য়ে এনেছিলেন প্রথম ঝলক। আর এবার মিমি নিজেই শেয়ার করলেন তাঁর প্রথম বলিউডি ছবির ট্রেলার।

মিমি যে বলিউডে পা রাখতে চলেছেন, সে খবর নতুন নয়। এবার সেই ছবির মুক্তির তারিখ শেয়ার করলেন তিনি । ২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। এই ছবিটিও পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাঁদের ‘পোস্ত’ ছবিটিরই হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’।

Advertisement

[আরও পড়ুন: মদ্যপ অবস্থায় থানায় তাণ্ডব! কেরলে গ্রেপ্তার রজনীকান্তের ‘জেলার’ সিনেমার ভিলেন]

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রক্তবীজ’। যে ছবিতে দাপুটে মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে তারকা সাংসদকে। এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে কম কসরত করতে হয়নি মিমিকে। আবাসনের ভিতরেই রোজ নিয়ম করে বুলেট বাইক চালানো প্র্যাকটিস করতে হয়েছে। পয়লা দিনেই ভাল সাড়া ফেলেছে ‘রক্তবীজ’। 

[আরও পড়ুন: জীতুর সঙ্গে স্কুটারে ঘোরার পুরনো ভিডিও শেয়ার, বিসর্জনের বিষণ্ণতায় মনখারাপ নবনীতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement