Advertisement
Advertisement

Breaking News

Allu Arjun to get a wax statue

এবার মাদাম তুসোয় ‘পুষ্পা রাজ’, লন্ডনে তৈরি হচ্ছে আল্লু অর্জুনের মোমের মূর্তি!

উচ্ছ্বসিত 'স্টাইলিং স্টার'-এর অনুরাগীরা।

Allu Arjun reportedly to get a wax statue at Madame Tussauds in London | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 19, 2023 8:33 pm
  • Updated:September 20, 2023 11:47 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মাদাম তুসোর মিউজিয়ামে ‘পুষ্পা রাজ’। তৈরি হবে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের মোমের মূর্তি। এমনই খবর শোনা গিয়েছে। তাতেই উচ্ছ্বসিত তারকার অনুরাগীরা।

Allu Arjun's 'Pushpa 2’

Advertisement

শিশুশিল্পী হিসেবে তেলুগু সিনেমার জগতে কেরিয়ার শুরু করেন আল্লু অর্জুন। ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। অল্প সময়ের মধ্যেই দাক্ষিণাত্যের ‘স্টাইলিং স্টার’ হয়ে ওঠেন। তবে সারা দেশে আল্লুর খ্যাতি ছড়ায় ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার মাধ্যমে। অভিনেতার সংলাপ, হাঁটার ভঙ্গী অনুকরণ করতে থাকেন সকলে।

Advertisement

[আরও পড়ুন: উসকো খুশকো চুল, হাতে বন্দুক, ‘মানুষ’ ছবির ফার্স্টলুকে যেন ‘অ্যাংরি ইয়াং ম্যান’ জিৎ]

৬৯ জাতীয় পুরস্কারে সেরা অভিনেতাও হয়েছেন আল্লু অর্জুন। এবার গুঞ্জন, লন্ডনের মাদাম তুসো (Madame Tussauds) মিউজিয়ামে বসবে দক্ষিণী সুপারস্টারের মোমের মূর্তি। বিশ্ব বিখ্যাত এই মিউজিয়ামে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনদের মূর্তি রয়েছে। জল্পনা যদি সত্যি হয়, তাহলে এবার তাঁদের সঙ্গেই ঠাঁই হতে চলেছে ‘পুষ্পা’ স্টার আল্লু অর্জুনের।

Pushpa

আগামী বছরের ১৫ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’। শোনা গিয়েছে, নতুন এই ছবির বাজেট প্রায় পাঁচশো কোটি। অবশ্য আল্লু অর্জুনের এই ছবি নিয়ে সারা দেশের দর্শকদের মধ্যে যে উন্মাদনা রয়েছে তাতে বিশেষজ্ঞদের অনুমান, আয়ের নিরিখে পাঁচশো কোটির অঙ্ক সহজেই ছাড়িয়ে যাবে আল্লু অর্জুনের সিনেমা। এখন নতুন এই ছবিরই শুটিং করছেন দক্ষিণী তারকা। শোনা যাচ্ছে, ‘পুষ্পা: দ্য রুল’ শুটিং থেকে অল্প কয়েকদিনের বিরতি নিয়ে লন্ডনে যাবেন আল্লু। সেখানে গিয়ে নিজের শারীরিক মাপ দিয়ে আসবেন।

[আরও পড়ুন: জাতীয় পুরস্কার পাকা! ‘পালান’-এর ট্রেলার দেখে মত নেটিজেনদের, উত্তর দিলেন পাওলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ