Advertisement
Advertisement

Breaking News

Rajkumar Rao

দৃষ্টিশক্তি হারিয়ে জীবনকে নতুন ভাবে দেখলেন রাজকুমার রাও! অভিনেতার প্রশংসায় নেটপাড়া

জীবন বাঁচার মন্ত্রের কথা জানালেন রাজকুমার।

Rajkumar Rao new movie srikanth teaser out
Published by: Akash Misra
  • Posted:April 6, 2024 9:18 am
  • Updated:April 6, 2024 9:19 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেতা রাজকুমার রাও। সিনেমার পর্দায় এলেই নতুন কিছু পান অনুরাগীরা। রাজকুমার ভক্তরা মনে করেন, বলিউড তাঁকে এখনও ঠিক অর্থে ব্যবহার করতে পারছে না। ‘কাই পো চে’, ‘নিউটন’ হোক বা ‘ট্র্যাপ’ কিংবা ‘স্ত্রী’। আবার একেবারে অন্য অবতারে সিটি লাইটস। রাজকুমার বরাবরই প্রমাণ করেন, তাঁর অভিনয় একেবারেই হটকে। তিনি চরিত্রের জন্যই বার বার উজ্জ্বল হয়ে ওঠেন। এবারও যেন তাই হল। শিল্পপতি শ্রীকান্ত বোলারের বায়োপিকে যে রাজকুমার ফের নিজেকে উজাড় করে দেবেন, তার প্রমাণ পাওয়া গেল প্রথম ঝলকে।

শুক্রবার প্রকাশ্য়ে এসেছে শ্রীকান্ত ছবির টিজার। টিজারেই ইঙ্গিত। প্রতি ছবির মতো এই ছবিতেও রাজকুমার হতবাক করবেন সবাইকে। দৃষ্টিহীন শিল্পপতি শ্রীকান্ত বোলারে চরিত্রে রাজকুমার যেভাবে নিজেকে তৈরি করেছেন, তা সত্যিই বলিউডে খুব কম হয়।

Advertisement

শিল্পপতি শ্রীকান্ত বোলা বোলান্ট ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। শ্রীকান্ত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ম্যানেজমেন্ট সায়েন্সের প্রথম দৃষ্টিশক্তিহীন ছাত্র। ১৯৯১ সালে অন্ধ্রপ্রদেশের মাছিলিপত্তনম শহরের সীতাপুরমে জন্মগ্রহণ করেন শ্রীকান্ত। তিনি জন্মগতভাবেই প্রতিবন্ধী। ছোটবেলা থেকেই তার দৃষ্টি ছিল না। চাষবাস করেই তাঁদের সংসার চলত। ক্লাস টেনের পর বিজ্ঞান নিয়ে টুয়েলভথ ক্লাস পড়তে চান তিনি। তবে এর জন্য অনুমতি দেওয়া হয়নি। বিজ্ঞান নিয়ে পড়ার জন্য মামলাও করেছিলেন। ৬ মাস অপেক্ষার পর তিনি নিজ দায়িত্বে এই বিষয়ের অনুমতি পান। এবং তিনি নিজেকে প্রমাণ করে ৯৮ শতাংশ নম্বর পেয়ে শীর্ষস্থানে রয়েছেন।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)

[আরও পড়ুন: যত দোষ জুহির! দল খারাপ খেললেই রেগে যান শাহরুখ, বন্ধুর ‘কুকথা’ ফাঁস অভিনেত্রীর]

বিশেষভাবে সক্ষম হওয়ার কারণে শ্রীকান্ত আইআইটির কোচিং ইনস্টিটিউটে ভর্তি হননি। এরপর তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হন এবং প্রথম আন্তর্জাতিক অন্ধ ছাত্র হিসেবে পরিচিত হন। ২০১১ সালে তিনি বিশেষভাবে সক্ষমদের জন্য একটি কেন্দ্রও চালু করেন। যেখানে তাদের পড়াশোনা-সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়। এরপর ২০১২ সালে তিনি বোলান্ট প্রতিষ্ঠা করেন। রতন টাটার কাছ থেকে তহবিল পেয়ে। এই সংস্থাটিবর্জ্য এবং নোংরা কাগজ থেকে পরিবেশ বান্ধব আইটেম তৈরি করে। শ্রীকান্ত এই লড়াইয়ের জীবনকেই পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেতা রাজকুমার রাও। ছবির পরিচালক তুষার হিরানন্দানি। এই ছবিতে রাজকুমারের বিপরীতে দেখা যাবে সুপারস্টার সূর্যর স্ত্রী এবং অভিনেত্রী জ্যোতিকাকে।

[আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় ৬ কোটির গাড়ি নিয়ে রণবীর কাপুর, ‘রথ’ থামিয়ে বৃদ্ধকে টাকাও দিলেন ‘রাম’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ