Advertisement
Advertisement
Randeep Hooda

রোহতকে বিজেপির প্রার্থী রণদীপ হুডা!

২০১৯-এর লোকসভা ভোটে তিনি ৪৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।

Randeep Hooda likely to contest Lok Sabha Polls
Published by: Akash Misra
  • Posted:March 8, 2024 8:54 am
  • Updated:March 8, 2024 9:08 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বিজেপির টিকিটে হরিয়ানার রোহতক থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন রণদীপ হুডা। যদিও সরাসরি এখনও পর্যন্ত বলিউড অভিনেতা এ প্রসঙ্গে কোনও মন্ত‌ব‌্য করেননি। তবে রাজনৈতিক মহলে রণদীপের প্রার্থী হওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

চলতি মাসেই মুক্তি পাবে রণদীপ পরিচালিক ও অভিনীত ছবি ‘স্বতন্ত্র বীর সাভারকর’। স্বাধীনতা সংগ্রামী-আরএসএস নেতার জীবনী নিয়ে ছবি তৈরির কারণেই এবার বিজেপির টিকিট তিনি পাচ্ছেন বলে অনুমান বলিউডের অনেকের। জাঠ সম্প্রদায় অধু‌্যষিত রোহতকের বর্তমান সাংসদ বিজেপির অরবিন্দ শর্মা। ২০১৯-এর লোকসভা ভোটে তিনি ৪৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: উদয়পুরে বিয়েতে গিয়ে অঘটন! অসুস্থ ধর্মেন্দ্র, বাবা কেমন আছেন? জানালেন ববি দেওল]

প্রসঙ্গত, ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সিং। তাঁর মতে বর্তমান সময়ে যেখানে হর্ষদ মেহতা, বিজয় মালিয়া, ললিত মোদির মতো মানুষের জীবন অবলম্বনে সিনেমা, ওয়েব সিরিজ তৈরি হচ্ছে, সেখানে তাঁরা বীর সাভারকরের মতো ব্যক্তিত্বের কাহিনি মানুষকে জানাতে ইচ্ছুক। সাভারকরই এমন একজন মানুষ ছিলেন যিনি দেশভাগ রুখতে পারতেন, দাবি করেন সন্দীপ। শুধু প্রযোজক হিসেবে নয় ভারতীয় হিসেবেও এ কাহিনি দর্শকদের সামনে তুলে ধরতে চান বলে জানান তিনি।

Advertisement

[আরও পড়ুন: বিতর্ক পেরিয়েও সফল ‘অ্যানিম্যাল’, তিরুপতিতে কেশ দান করে নেড়া হলেন পরিচালক সন্দীপ ভাঙ্গা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ