Advertisement
Advertisement

Breaking News

Aindrila Sharma

মৃত্যুর প্রায় আট মাস পর সক্রিয় ঐন্দ্রিলা শর্মার ইউটিউব চ্যানেল, পোস্ট করা হল এই ভিডিও

গত বছরের নভেম্বর মাসে প্রয়াত হন অভিনেত্রী।

Video posted on Aindrila Sharma's YouTube channel | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 17, 2023 11:47 am
  • Updated:July 17, 2023 11:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের ২০ নভেম্বর। দিনটা ভোলার নয়। চূড়ান্ত লড়াইয়ের পর চিরঘুমে ঢলে পড়েছিলেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। সারা বাংলা চোখের জল ফেলেছিল সেদিন। এখনও ঐন্দ্রিলার নামের পাশে বেমানান প্রয়াত শব্দ। প্রায় আট মাস কেটে গিয়েছে। আচমকা ফিরল অভিনেত্রীর স্মৃতি। সক্রিয় হল তাঁর ইউটিউভ অ্যাকাউন্ট।

Aindrilaa-1

Advertisement

কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়। কবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছিল তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে নকআউট করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের ছোবলের সঙ্গে বিপুল লড়েও জেতা হল না অভিনেত্রীর।

Advertisement

[আরও পড়ুন: ফের বেফাঁস মন্তব্য কাজলের, এবার অভিনেত্রীর নিশানায় ‘পাঠান’ শাহরুখ! কী বললেন?]

২০২২ সালের পয়লা নভেম্বরের রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। অভিনেত্রীকে ভরতি করা হয় হাওড়ার বেসরকারি হাসপাতালে। রাতেই হয় অস্ত্রোপচার। তারপর থেকে ভেন্টিলেশনে ছিলেন অভিনেত্রী। গোটা এই সময়টায় ঐন্দ্রিলার ছায়াসঙ্গী হয়েছিলেন সব্যসাচী চৌধুরী। “মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না”, ফেসবুকে লিখেছিলেন তিনি। তা আর হয়নি।

Sabyasachi Chowdhury deleted all his November FB post regarding Aindrila Sharma

শোনা যাচ্ছে, ভারচুয়াল জগতের মাধ্যমেই ঐন্দ্রিলার স্মৃতি বাঁচিয়ে রাখতে চায় তাঁর পরিবার। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া তাঁর মা ব্যবহার করেন। রবিবার অর্থাৎ ১৬ জুলাই ‘ঐন্দ্রিলা শর্মা প্রোডাকশন’ নামের চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে একটি ভিডিও। ভিডিওটি ঐন্দ্রিলার প্রথম বিজ্ঞাপনের। মাত্র ১১ বছর বয়সে এক গয়নার বিপণির জন্য বিজ্ঞাপনটি করেছিলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: আমেরিকায় ‘দত্তা’ দেখতে হাজির বলিউডের বিশেষ অতিথি, বেজায় খুশি ঋতুপর্ণা সেনগুপ্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ