Advertisement
Advertisement

Breaking News

INDIA

চণ্ডীগড়ে চূড়ান্ত আপ-কংগ্রেস জোট, ‘ইন্ডিয়ার প্রথম জয়’, দাবি বিরোধী শিবিরের

একেবারে নিচুতলা থেকে জোট প্রক্রিয়া শুরু করল আপ এবং কংগ্রেস।

AAP, congress tie up for key Chandigarh Polls | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:January 16, 2024 2:18 pm
  • Updated:January 16, 2024 2:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া (INDIA) ১, বিজেপি ০। লোকসভা ভোটের চার মাস আগেই ফল ঘোষণা করে দিলেন আম আদমি পার্টির প্রথম সারির নেতা রাঘব চাড্ডা (Raghab Chadha)। উপলক্ষ, চণ্ডীগড় মেয়র নির্বাচন। না ইন্ডিয়া জোট এই নির্বাচনে এখনও জেতেনি। তবে যেটা হয়েছে, সেটা হল আপ এবং কংগ্রেসের মধ্যে সফল জোট। সেটাকেই প্রথম লড়াইয়ে সাফল্য দাবি করল ইন্ডিয়া শিবির।

ওপর থেকে নয়। একেবারে নিচুতলা থেকে জোট প্রক্রিয়া শুরু করল একদা চির প্রতিদ্বন্দ্বী দুই দল। লোকসভায় দিল্লি ও পাঞ্জাবে আসনরফা নিয়ে আলোচনার মাঝেই চণ্ডীগড় কর্পোরেশনের মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনে গেরুয়া শিবিরকে পরাস্ত করতে জোট করল ইন্ডিয়া জোটের শরিক এই দুই দল। সোমবার দুই দলের নেতৃত্বের মধ্যে বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, ৩৫ আসন বিশিষ্ট এই পুরসভায় আপ (AAP) মেয়র ও কংগ্রেস (Congress) ডেপুটি মেয়র পদে লড়াই করবে। এখানে আপের ১২ ও কংগ্রেসের ৭ জন কাউন্সিলর রয়েছে। সেখানে বিজেপির আছে ১৬ জন কাউন্সিলর। অতীত থেকে শিক্ষা নিয়ে নিচুতলায় জোটের বার্তা পৌঁছে দিতে প্রক্রিয়া শুরু করল আপ ও কংগ্রেস।

Advertisement

[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে হামলার ‘ষড়ভুজ’ ছক জঙ্গিদের! পাক সীমান্তে বিশেষ অপারেশন চালাচ্ছে BSF]

দু’দলের মধ্যে বৈঠক শেষে কংগ্রেস নেতা পবন বনশল (Pawan Bansal) জানান, মেয়র পদে আপ এবং সিনিয়র ডেপুটি মেয়র ও ডেপুটি মেয়র পদে কংগ্রেস প্রার্থী দেবে। বিজেপিকে ঠেকাতেই এই সিদ্ধান্ত বলে জানান। কয়েকদিন আগেও আপ ও কংগ্রেস আলাদা আলাদা করে তিন পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু লোকসভা নির্বাচনের আসনরফা শুরু হতেই সুর নরম করেছে এই দুই শিবির। শেষ পর্যন্ত যৌথভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে দুই শিবিরই।

Advertisement

[আরও পড়ুন: নিরাপত্তায় মুড়েছে অযোধ‌্যা, রামমন্দির উদ্বোধনের জন্য প্রস্তুত যোগী রাজ্য]

আপের রাঘব চাড্ডা বলছেন, “আপ এবং কংগ্রেসের মধ্যেকার এই জোট ঐতিহাসিক এবং নির্ণায়ক। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে লড়বে এবং ঐতিহাসিক সাফল্য পাবে। এটা কোনও সাধারণ নির্বাচন নয়, এই প্রথম লড়াইটা সরাসরি ইন্ডিয়া বনাম বিজেপির। আর এটার ফলাফল হতে চলেছে ইন্ডিয়া ১- আপ ০। আমাদের মনে হয়, ১৮ জানুয়ারি আমরা নিরঙ্কুশ জয় পাবো। এখান থেকেই লোকসভার লড়াই শুরু।” চণ্ডীগড় মেয়র নির্বাচনে আপ এবং কংগ্রেসের এই জোট সত্যিই গুরুত্বপূর্ণ। লোকসভার আগে দিল্লি, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব এবং গোয়ায় আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে আপ এবং কংগ্রেসের মধ্যে। সেই আলোচনা এ পর্যন্ত বেশ ইতিবাচক। এর মধ্যে চণ্ডীগড়ের জোট আসনরফার আলোচনায় গতি আনবে বলেই ধারণা রাজনৈতিক মহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ