Advertisement
Advertisement
Rahul Gandhi

‘বিজেপির হয়ে প্রশ্ন করেন কেন?’ ফের সাংবাদিকের উপর খাপ্পা রাহুল, পালটা তোপ পদ্মশিবিরের

রাহুলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েই চলেছে গেরুয়া শিবির।

BJP alleges Rahul Gandhi has again attacked media। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 5, 2023 12:28 pm
  • Updated:April 5, 2023 12:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাহুল গান্ধীর সমালোচনায় মুখর হল বিজেপি। এবার গেরুয়া শিবিরের অভিযোগ, সংবাদমাধ্যমকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তাঁকে পালটা প্রশ্ন করেছেন, তিনি সব সময় বিজেপি কী বলেছে সেটা বলতে থাকেন কেন। রাহুলের এহেন আচরণের পরই তাঁকে বিদ্ধ করেছে বিজেপি।

ঠিক কী হয়েছিল? মঙ্গলবার কংগ্রেসের সদর দপ্তরে যাচ্ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেই সময়ই তাঁর কাছে এক সাংবাদিক জানতে চান, বিজেপি তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটা সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া কী। সোমবার গুজরাটের সেশনস কোর্টে ১৩ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করা হয় সোনিয়াপুত্রর। এরপরই বিজেপি (BJP) অভিযোগ করে বহুসংখ্যাক কংগ্রেস নেতা ও কর্মীদের সঙ্গে আদালতে নিয়ে এসে বিচারব্যবস্থার উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন রাহুল। এই প্রসঙ্গ তুলেই তাঁর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন ওই সাংবাদিক।

Advertisement

[আরও পড়ুন: সময় দেননি কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের পাওনার দাবিতে দিল্লিতে ধরনায় অভিষেক-সহ TMC সাংসদরা

এমন প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারান রাহুল (Rahul Gandhi)। তিনি বলে ওঠেন, ”বিজেপি কী বলছে সেটাই আপনি সব সময় বলতে থাকেন কেন? আপনি সব সময়ই বলতে থাকেন বিজেপি কী বলছে।” পরে রাহুলকে টুইটারে এই বিষয়ে মোদির নীরবতা প্রসঙ্গে প্রশ্ন তুলতে দেখা যায়।

Advertisement

এরপরই তাঁকে নিশানা করে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের অভিযোগ, রাহুল গান্ধী আবার ভারতীয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অপমান করেছেন। উনি ওঁর ঠাকুমার পথে হেঁটেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ঘনঘন আক্রমণ করাটা অভ্যাস করে ফেলেছেন। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার দাবি, ”রাহুল একজন জেদি রাজা।”

[আরও পড়ুন: মুখ পুড়ল মোদি সরকারের, মালয়ালম নিউজ চ্যানেলের উপর নিষেধাজ্ঞা বাতিল সুপ্রিম কোর্টে

অপরাধমূলক মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেয় সুরাটের নিম্ন আদালত। সুরাট আদালতের ম্যাজিস্ট্রেটের সেই সিদ্ধান্তের জেরে একদিন পরেই সাংসদ পদ খোয়াতে হয় প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতিকে। যদিও সাজা শোনানোর পরই রাহুলকে ৩০ দিনের জন্য শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, এই ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করারও সুযোগ পাবেন তিনি। এই রায়কে চ্যালেঞ্জ জানাতেই সোমবার প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে সুরাটের দায়রা আদালতে পৌঁছে গিয়েছিলেন রাহুল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ