Advertisement
Advertisement

Breaking News

Indian Railways

বন্দে ভারতের পর বন্দে সাধারণ ট্রেন, সস্তায় আরামদায়ক যাত্রায় নয়া ভাবনা রেলের

কবে থেকে যাত্রা শুরু? জেনে নিন খুঁটিনাটি।

Indian Railways To Manufacture Non-AC Vande Sadharan Trains | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sulaya Singha
  • Posted:July 3, 2023 7:00 pm
  • Updated:July 3, 2023 7:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক শহর থেকে কম সময়ে অন্য শহরে আরামদায়ক যাত্রার জন্য বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে ভারতীয় রেল। তবে টিকিটের দামের কারণে হয়তো সকলে এই ট্রেনে ইচ্ছেমতো যাত্রা করতে পারছেন না। সেই সমস্যা মেটাতেই এবার আরও এক উদ্যোগ নিল ভারতীয় রেল। এবার বন্দে ভারতের আদলেই নন-এসি বন্দে সাধারণ ট্রেন তৈরি করা হচ্ছে।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এই বন্দে সাধারণ দূরপাল্লার ট্রেনে স্লিপার এবং জেনারেল কামরা থাকবে। যাত্রীদের জন্য কম খরচে আরামদায়ক যাত্রার বন্দোবস্ত করতেই এই পদক্ষেপ রেলের। জানা গিয়েছে, চেন্নাইয়ে বন্দে সাধারণ ট্রেন তৈরির কাজ হবে। যার জন্য ৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম রেকটি চলতি বছরের শেষেই তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘স্বপ্ন ছিল ভারতে আসার’, কলকাতায় পা রেখে জানালেন মার্টিনেজ, বিমানবন্দরে উপচে পড়ল ভিড়]

এয়ার কন্ডিশন না থাকায় বন্দে ভারতের (Vande Bharat Express) থেকে এই ট্রেনের ভাড়া অনেকটাই কম হবে। রেলের তরফে খবর, ২৪টি কোচ বিশিষ্ট ট্রেনটিতে অত্যাধুনিক বৈশিষ্ট্য থাকবে। বায়ো-ভ্যাকিউম টয়লেট থেকে প্রতিটি সিটের পাশে থাকবে মোবাইল চার্জিং পয়েন্ট। যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি কামরায় থাকবে সিসিটিভি ক্যামেরা। বন্দে ভারত এক্সপ্রেসের মতোই এতেও থাকবে অটোমেটিক ডোর সিস্টেম। প্রসঙ্গত, এই প্রথম কোনও নন-এসি ট্রেনে এই ধরনের সুযোগ-সুবিধা পাবেন যাত্রীরা। যদিও এই ট্রেনের ভাড়া কত হবে, তা নিয়ে এখনও কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।

Advertisement

তবে বন্দে সাধারণ ট্রেনের পাশাপাশি স্থানীয় নিত্যযাত্রীদের সুবিধার জন্য বন্দে মেট্রোও চালুর চিন্তাভাবনাও করছে রেল। যদিও সে বিষয়টি আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই খবর।

[আরও পড়ুন: মহা-রাজনীতির প্রভাব? বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের দিন ঘোষণা কংগ্রেসের, আমন্ত্রণ সব বিরোধী দলকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ