Advertisement
Advertisement

Breaking News

Purnesh Modi

রাহুলকে ‘বেকায়দায়’ ফেলার ‘পুরস্কার’? পূর্ণেশ মোদিকে বড় দায়িত্ব দিল বিজেপি

এছরের গোড়ায় সাংসদ পদ খুইয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Purnesh Modi, BJP MLA who sued Rahul Gandhi for defamation, gets big post। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 17, 2023 9:18 pm
  • Updated:November 17, 2023 9:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরের গোড়ায় সাংসদ পদ খুইয়েছিলেন রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে পিটিশন জমা দেওয়া বিজেপি নেতা পূর্ণেশ মোদিকে দাদরা নগর হাভেলি ও দমনের রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত করল গেরুয়া শিবির।

২০১৯ সালে রাহুলের বিরুদ্ধে পিটিশন জমা দেন পূর্ণেশ (Purnesh Modi)। রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রশ্ন তুলেছিলেন, কেন সব চোরদের পদবি মোদি হয়। এর পরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন পূর্ণেশ। দাবি ছিল, সমস্ত মোদি সম্প্রদায়ের অবমাননা করেছেন কংগ্রেস নেতা। শেষপর্যন্ত এই পিটিশনের কারণেই সাংসদ পদ খোয়াতে হয়েছিল রাহুলকে। আগস্টে অবশ্য সাংসদ পদ ফিরে পান রাহুল। তবে তাঁর বিরুদ্ধে পিটিশন দাখিল করে বছর তিনেক আগে থেকেই জাতীয় রাজনীতিতে পরিচিত এক মুখ হয়ে ওঠেন পূর্ণেশ। সেই রাজনীতিকই এবার ‘পুরস্কার’ পেলেন, মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Advertisement

[আরও পড়ুন: পাঁচ বছর নয়, বিনামূল্যে রেশন ৩১ ডিসেম্বর পর্যন্ত! কেন্দ্রের বিজ্ঞপ্তিতে ধন্দ]

৫৮ বছরের পূর্ণেশ দক্ষিণ গুজরাটে বিজেপির (BJP) ওবিসি সম্প্রদায়ের মুখ। তিনি তিনবারের বিধায়ক। ২০১৩ সালে উপনির্বাচনে পশ্চিম সুরাট থেকে প্রথমবার তিনি ভোটে জেতেন। এর পর ২০১৭ ও ২০২২ সালেও পুনর্নির্বাচিত হয়েছিলেন তিনি। শেষবার রীতিমতো ১ লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেন তিনি। ২০২১ সালে তিনি প্রথমবার ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পান। সেই সময় তাঁর আচমকাই ক্যাবিনেট সদস্য হওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘জার্সি পেলে এই বয়সেও লড়ে যেতে পারব’, বাভুমাদের হারে ক্ষুব্ধ ইমরান তাহির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ