Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

‘২০২৮-এ আরও প্রস্তুতি নিয়ে আসবেন’, বিরোধীদের ‘হোমওয়ার্ক’ দিয়ে রাখলেন মোদি

ঔদ্ধত্যের প্রকাশ, বলছে বিরোধী শিবির।

When you bring no-trust motion in 2028, do your homework: PM mocks Opposition | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 11, 2023 9:31 am
  • Updated:August 11, 2023 9:32 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে সরকারের যখন বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনল, তখনই ভরা সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রসিকতার সুরে বলেছিলেন, “আশা করব ২০২৩ সালে আবারও আমার সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার সুযোগ আপনারা পাবেন।”

ঘটনাচক্রে পাঁচ বছর বাদে ফের বিরোধীরা মোদি (Narendra Modi) সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল। এবং সেই অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ নিয়ে আবারও মোদি বিরোধীদের সঙ্গে ‘নিষ্ঠুর রসিকতা’ করলেন। বলে দিলেন, “আপনারা এবার আমার কথা শুনে যেমন এবার অনাস্থা এনেছেন। তেমনই ২০২৮ সালে আরও একবার অনাস্থা আনবেন। তবে এবার আর একটু ভাল করে হোমওয়ার্ক করে আসবেন। একটু প্রস্তুতি নিয়ে।”

Advertisement

[আরও পড়ুন: ‘JU হস্টেল নিয়ে রোমান্টিসিজম ছিল’, স্বপ্নদীপের মৃত্যুর পর বিস্ফোরক আরেক ছাত্র]

মণিপুর (Manipur) ইস্যুতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে মণিপুর নিয়ে বিশেষ কোনও পদক্ষেপের কথা না বললেও অতীত ইতিহাস থেকে শুরু করে পরিবারতন্ত্র, দুর্নীতির মতো ইস্যুকে হাতিয়ার করে বিরোধীদের রীতিমতো তুলোধোনা করেন মোদি। প্রায় দু’ঘণ্টার বক্তৃতায় বিরোধীদের ‘দুর্বলতা’ নিয়ে রসিকতা করার সুযোগ বিন্দুমাত্র ছাড়েননি প্রধানমন্ত্রী। বিরোধীদের আনা অনাস্থা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,”এমনিতে তো লোকসভার নেতা হিসাবে আপনারা আমাকে গুরুত্ব দেন না। তবে একটা ব্যাপারের জন্য আপনাদের ধন্যবাদ জানাব, আপনাদের ২০১৮ সালে একটা কাজ দিয়েছিলাম। বলেছিলাম ২০২৩ সালে আবার আমার সরকারের বিরুদ্ধে ফের অনাস্থা আনবেন। আপনারা এনেছেন। কিন্তু একটু হতাশ করেছেন। এবার কোনও প্রস্তুতি নিয়ে আসেননি। পরের বার আরেকটু হোমওয়ার্ক করে আসবেন। ২০২৮ সালে ফের অনাস্থা আনবেন। কিন্তু আরেকটু হোমওয়ার্ক করে।”

Advertisement

[আরও পড়ুন: ‘নিখোঁজ’ রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার, বোলপুর মহকুমা হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন]

প্রধানমন্ত্রীর কথাবার্তায় স্পষ্ট তিনি যে শুধু ২০২৪ ক্ষমতায় ফেরার ব্যাপারে নিশ্চিত তাই নন, ২০২৯ সালেও ক্ষমতায় ফেরার ব্যাপারে নিশ্চিত। কংগ্রেস (Congress) বলছে, প্রধানমন্ত্রীর কথাতেই বোঝা যাচ্ছে তিনি অহংকারী। রীতিমতো উদ্ধত সুরে বিরোধীদের হেনস্তা করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ