Advertisement
Advertisement

দাম্পত্য কলহের জের, নাবালিকা কন্যাকে পিটিয়ে খুন করল মা

এ কেমন মা!

Woman killed minor daughter after spat with husband in Rohtak
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 23, 2018 2:03 pm
  • Updated:July 23, 2018 2:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নৃশংস! দাম্পত্য কলহের জের। নাবালিকা কন্যাকে পিটিয়ে খুনের অভিযোগ। মেয়েকে মেরে নিজেই থানায় আত্মসমর্পণ করে খুনে মা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত বারোটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রোহতকে।

পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম সুমন লতা। সে রোহতকের বাসিন্দা। মেয়ে ন্যান্সিকে নিয়ে একাই থাকত ওই গৃহবধূ। স্বামী সুরেশ কুমার পেশায় পুরোহিত। পেশার কারণেই পরিবার থেকে দূরে ভিওয়ানিতে থাকতেন তিনি। দম্পতির ছেলে মোখরা গ্রামে এক আত্মীয়র কাছে থাকে।

Advertisement

[ইস্যু নেই তাই আলিঙ্গনের ‘নাটক’, রাহুলকে তোপ মোদির মন্ত্রীর]

মৃতের বাবা সুরেশ কুমারের অভিযোগ, দাম্পত্য কলহের জেরেই মেয়েকে খুন করেছে তাঁর স্ত্রী। শনিবার রাতে ফোনে কথা বলতে বলতেই তাঁদের মধ্যে বচসা শুরু হয়। ফোন রাখার আগে গৃহবধূ তার স্বামীকে রীতিমতো হুমকি দিয়ে বলে, এই বচসার জন্য মাশুল গুনতে হবে সুরেশ কুমারকে। স্ত্রীর এহেন হুমকিকে তেমন গ্রাহ্য করেননি ওই ব্যক্তি। ফোন রাখার পর মেয়েকেই নিশানা করে সুমন। অপরাধ, মায়ের রাগ দেখে বাবার কাছে চলে যেতে চেয়েছিল ন্যান্সি। অভিযোগ, এই অপরাধে তাকে বেধড়ক মারধর করে সুমন। কাপড় কাচার লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে মেয়েকে। তারপর স্বামীকে ফোন করে জানায় খুনের ঘটনা। স্ত্রীর কীর্তির খবর আত্মীয়দের জানিয়ে দেন সুরেশ কুমার। এরপর তড়িঘড়ি বাড়িতে ফিরে দেখেন বিছানায় রক্তাক্ত মেয়ের দেহ পড়ে আছে। ততক্ষণে নিজেই থানাতে ফোন করে মেয়েক খুনের কথা জানিয়ে দিয়েছে সুমন।ফোন করে পুলিশ ঘটনাস্থলে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী ইচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। ধৃত মহিলাকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

[টরন্টোয় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা, ৯ জনকে লক্ষ্য করে গুলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ