Advertisement
Advertisement

Breaking News

Calcutta High Court

SSKM-এর নার্সদের আন্দোলন এক মাস বন্ধ রাখার নির্দেশ কলকাতা হাই কোর্টের

নার্সদের দাবি খতিয়ে দেখছে রাজ্য।

Calcutta High Court directs to stop SSKM Hospital Nurse movement for 1 month | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 2, 2021 2:43 pm
  • Updated:December 2, 2021 2:55 pm

শুভঙ্কর বসু: আপাতত এক মাস বন্ধ থাকবে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) নার্সদের আন্দোলন। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কারণ, আন্দোলনরত নার্সদের দাবিদাওয়া খতিয়ে দেখছে রাজ্য সরকার। সেই আবেদন খতিয়ে দেখতে বেশকিছুটা সময় লাগবে। সেই সময়টায় নার্সদের আন্দোলন বন্ধ রাখার নির্দেশ দিল আদালত।

এদিন এসএসকেএম হাসপাতালের নার্সদের আন্দোলন (Nurse Movement) নিয়ে শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, নার্সদের বেতন বৈষম্যের বিষয়টি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা পর্যালোচনা করে দেখছেন। এই ভাবনাচিন্তার জন্য ১ মাস সময় লাগবে। রাজ্যের এই বক্তব্য শোনার পরই এক মাস আন্দোলন বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত। এক মাস পর রাজ্য কী সিদ্ধান্ত নেয়, তা দেখে পরবর্তী পদক্ষেপ করবে কলকাতা হাই কোর্ট। শান্তিপূর্ণ আন্দোলন করলে আপত্তি নেই কলকাতা হাই কোর্টের, পর্যবেক্ষণে জানান কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

Advertisement

[আরও পড়ুন: আট বছরের সম্পর্কে ইতি টানছেন দেবলীনা-তথাগত? টলিপাড়ায় জোর গুঞ্জন]

প্রসঙ্গত. বেতন পরিকাঠামোর পুনর্বিন্যাস এবং সদ্য বদলির ক্ষেত্রে অনিয়ম হয়েছে এই দাবিতে এসএসকেএম হাসপাতালে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন নার্সরা। আর সেখানে মাইক ব্যবহারের অভিযোগ। এনিয়ে দায়ের হওয়া মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাই কোর্ট। জমা পড়ে রিপোর্টও। এসএসকেএমের মতো একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, প্রতিদিন চিকিৎসার জন্য হাজার হাজার মানুষ আসেন। নার্সদের দাবি ন্যায় সঙ্গত হলেও কেন মাইক বাজিয়ে হাসপাতালের পরিবেশ নষ্ট করা হচ্ছে এই দাবিতে মামলা করে ক্যালকাটা ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন।

Advertisement

নার্সদের সংগঠনের তরফে আদালতে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। তাঁর বক্তব্য, বেতন পরিকাঠামো নিয়েই ক্ষোভ। জেলার বিভিন্ন প্রান্তের নার্স ছাড়াও এসএসকেএম হাসপাতালের নার্সরাও রয়েছেন এই বিক্ষোভে। স্বাস্থ্য পরিষেবা কোনওভাবে বিঘ্নিত হচ্ছে না।

[আরও পড়ুন: ঘুম উড়বে শত্রুদের, ভারতীয় সেনার হাতে আসছে রাশিয়ার অত্যাধুনিক অস্ত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ