Advertisement
Advertisement
Suvendu Adhikari

সারদায় অভিযুক্ত রাজীব কুমার ডিজি পদে কেন? সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

পালটা দিয়েছে তৃণমূলও।

Suvendu Adhikari to move court against Rajeev Kumar's appointment as DGP | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 28, 2023 9:31 am
  • Updated:December 28, 2023 1:29 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমার (Rajeev Kumar) কেন? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, সারদা মামলার প্রমাণ লোপাট করার পুরস্কার পাচ্ছেন রাজীব। রাজীবের বিরুদ্ধে ঝুলে থাকা মামলা যাতে আবার সুপ্রিম কোর্টে ওঠে, সেটার ব্যবস্থা তিনি করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।

রাজীব কুমার সারদা মামলার অন্যতম অভিযুক্ত। এই মামলায় সিবিআই যখন সক্রিয় ছিল তখন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুভেন্দুর অভিযোগ, রাজীব কুমার প্রমাণ লোপাট করেছিলেন বলেই সারদার বড়বড় অভিযুক্তরা এখন জেলের বাইরে। বিরোধী দলনেতা বলছেন, রাজীবকে রাজ্য পুলিশের ডিজি করা হল মুখ্যমন্ত্রীর ‘রিটার্ন গিফ্ট’। শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, ‘‘সারদার তথ্যপ্রমাণ নষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন রাজীব কুমার। তিনি তার প্রতিদান দিচ্ছেন।’’

Advertisement

[আরও পড়ুন: দুবাইয়ে গ্রেপ্তার মহাদেব কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’, ফেরানো হবে ভারতে]

এখানেই থামেননি বিরোধী দলনেতা। তিনি বলছেন, দরকার পড়লে রাজীবের বিরুদ্ধে পুরনো মামলা চালুর দাবিতে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। কেন্দ্রীয় তদন্তকারীদের উদ্দেশে শুভেন্দুর অনুরোধ, ‘সিবিআইকে বলব, সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না? সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে। এই মামলা তোলার ব্যবস্থা করুন। এই মামলা যাতে সুপ্রিম কোর্টে ওঠে, তার জন্য আমরা যা করার করব।” বস্তুত রাজীবের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।

Advertisement

[আরও পড়ুন: আর কতদিন চলবে হামাসের সঙ্গে লড়াই? রাষ্ট্রসংঘকে জানাল ইজরায়েল]

পালটা এসেছে তৃণমূলের তরফেও। শাসকদলের নেতারা বলছেন, যাকে সারা দুনিয়া প্রকাশ্যে টাকা নিতে দেখেছে। যাঁর নাম সিবিআইয়ের এফআইআরে রয়েছে, তাঁর মুখে এসব কথা মানায় না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ