Advertisement
Advertisement
Ranieeta Dash

উর্ধ্বাঙ্গে কিছুই নেই! ‘বাহামণি’ রণিতার ছবিতে উত্তাল নেটদুনিয়া

অভিনেত্রী নিজেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

‘ইষ্টি-কুটুম’-এর বাহামণিকে মনে আছে তো? সিরিয়ালের সেই মিষ্টি মেয়ে রণিতা দাস সোশ্যাল মিডিয়ায় বেশ দুষ্টু মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে।

উপরের ছবি দেখে মনে হতেই পারে রণিতার উর্ধ্বাঙ্গ অনাবৃত। কিন্তু আদতে হটপ্যান্টের সঙ্গে নুডল স্ট্র্যাপের টপ পরেছেন অভিনেত্রী।

ডিজাইনার নীল সাহার পোশাকে সেজেছেন রণিতা। মেকআপের দায়িত্বে ছিলেন অর্জুন দত্ত। ছবি তুলেছেন প্রিয়তোষ সিংহরায়।

'ইষ্টিকুটুম'-এর পরে রণিতাকে আর সেভাবে ছোটর্পদায় দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নায়িকা।

এমনই বিন্দাস ছবি রয়েছে রণিতার সোশ্যাল মিডিয়া জুড়ে। যা দেখে মুগ্ধ অভিনেত্রীর অনুরাগীরা।