Advertisement
Advertisement
Taapsee Pannu

‘গোপন’ প্রেমিকের সঙ্গে ট্যুরে! মায়ামির সমুদ্র সৈকতে ‘বিকিনি বেবি’ তাপসী, দেখুন

মুম্বই ছেড়ে ১ মাসের ট্যুরে তাপসী পান্নু! দেখুন ফটো অ্যালবাম।

বর্তমানে 'বিশেষ বন্ধু' দানিশ ব্যাডমিন্টন প্লেয়ার ম্যাথিউস বোয়ের সঙ্গে মার্কিন মুলুকে লম্বা ছুটি কাটাচ্ছেন তাপসী পান্নু।

গোটা মে মাস ধরেই ট্যুরে তাপসী পান্নু। নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, লাস ভেগাস থেকে শুরু করে সান ডিয়েগো, মায়ামি বিভিন্ন শহরে প্রেমিকের সঙ্গে রোম্যান্টিক সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

মায়ামি বিচেও সুন্দর সময় কাটাতে দেখা গেল তাপসীকে। পরনে কালো বিকিনি। সমুদ্র সৈকতে হেঁটে চলেছেন লাস্যময়ী।

ম্যাথিউস ও তাপসীর সঙ্গে অবশ্য এই ট্যুরে যোগ দিয়েছেন তাঁর বোন শগুন পান্নুও। মায়ামির সমুদ্র সৈকতেই গার্ল গ্যাংয়ের সঙ্গে দেখা গেল অভিনেত্রীকে।

কখনও হলুদ বিকিনিতে নজর কাড়লেন তো কখনও বা আবার তাপসীকে দেখা গেল নিউ ইয়র্কের রাস্তায় শাড়ি পরে হাঁটতে।

ট্যুরের আরেকটি ভিডিওতে দেখা গেল সমুদ্রের জল থেকে সিক্ত শরীরে উঠতে। ক্যাপশনে লেখা- 'মায়ামি তুমি সুন্দর!'

সফর শেষে তাপসী পান্নুর মন্তব্য, "একটা গোটা মাসের ছুটি। ভ্রমণ নিঃসন্দেহে আনন্দের। তবে ঘুরতে গিয়ে বাড়ির অনুভূতি আরও আনন্দের।"

দানিশ ব্যাডমিন্টন প্লেয়ার ম্যাথিউস বোয়ের সঙ্গে নাকি বছরখানেক ধরেই প্রেম করছেন তাপসী। তবে অফিশিয়ালি তাঁরা কেউই এপ্রসঙ্গে মুখ খোলেননি।