সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো সমস্ত ব্যর্থতা গ্লানি ভুলে নয়া উদ্যোমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে গোটা বিশ্ব। এই নতুন বছরে প্রত্যেকেই চান তাঁর পরিবারে সুখ-শান্তি বজায় থাকুক। আসুক আর্থিক সাচ্ছ্বল্য। কারণ সংসার ও সেখানকার মানুষগুলি সুখে থাকলে তবেই ভালভাবে কাটানো যাবে আগামী দিনগুলি। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। তাই শুরুটা ভাল এবং পরিকল্পনা মাফিক হলে তবেই বছরটা সুখে কাটবে। আর সেই কারণে বছরের শুরুতেই জেনে নিন, কোন কোন জিনিস বাড়িতে এনে রাখলে সারা বছর সুখে থাকবে আপনার পরিবার। যার সুপ্রভাবে ঘুরতে পারে ভাগ্য। দূরে থাকবে অশুভ শক্তি। দূর হবে অভাব অনটন।
১. গণেশের মূর্তি: বাধা-বিঘ্ন দূর করেন বলে গণেশের আরেক নাম বিঘ্নহর্তা। জীবনের নানা প্রতিকূলকতা দূরে আপনার জীবনে শান্তি ফেরায়। তাই সব ধরনের সমস্যা মেটাতে বছরের প্রথমদিনই বাড়ি আনুন গণেশের মূর্তি। তারপর নিয়ম মেনে পুজো করে ভোগ নিবেদন করুন। সমস্যা দূর করার প্রার্থনা করুন। মনস্কামনা জানান। ভক্তি ও বিশ্বাস থাকলে নিশ্চিতভাবে ফল পাবেন।
[আরও পড়ুন: ঐশ্বরিক ক্ষমতা! একটু একটু করে বাড়ে এই মন্দিরের নন্দীর পাথরের মূর্তি]
২. নারকেল: পরিবারের মঙ্গলের জন্য নারকেল ভেঙে নতুন বছরটি শুরু করুন। খুলে যাবে উন্নতির রাস্তা। দূরে সরে যাবে সংসারের সমস্ত অশুভ শক্তি।
৩. ময়ূর পালক: সন্তানরা লেখাপড়ায় মন না দিলে কিংবা জীবনে কোনও শারীরিক কষ্ট থাকলে অবশ্যই আনুন ময়ূরের পালক। এটি অশুভ শক্তির বিনাস ঘটিয়ে শুভ শক্তির আগমন ঘটায়। তবে পালকটি কেনার সময় অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন এবং প্রতিদিন কৃষ্ণনাম জপ করুন।
৪. মানি প্ল্যান্ট: সংসারে আর্থিক অনটন থাকলে কিংবা ঋণে জর্জরিত থাকলে বাড়ি আনুন মানি প্ল্যান্ট। নিঃসন্দেহে আপনার অর্থের অভাব দূর হবে।
৫. লাফিং বুদ্ধ মূর্তি: জীবনে সুখ-শান্তি-সম্বৃদ্ধি বয়ে আনতে বাড়িতে নিয়ে আসুন লাফিং বুদ্ধের মূর্তি। তবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বাড়ির বাস্তু অনুযায়ী মূর্তিটি রাখবেন। জীবনে সাফল্য আসবেন।
উপরোক্ত পাঁচটির মধ্যে যে কোনও একটি বস্তু বছরের শুরুতেই আনুন এবং তফাৎটা নিজেই অনুভব করুন।