Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ঢাকায় গিয়ে মাছ খাওয়ার ইচ্ছাপূরণ হল না, এখন কী বলছেন পাক অভিনেত্রী?

বাংলাদেশের বিরুদ্ধে বিরাট-সেঞ্চুরি করেন কোহলি।

ICC ODI World Cup 2023: Pakistani actress Sehar Shinwari, who promised dinner date If Bangladesh beats India, now says what । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 20, 2023 4:44 pm
  • Updated:October 20, 2023 5:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) ম্যাচের আগে পাকিস্তানের অভিনেত্রী বলেছিলেন, আশা রাখি, বাংলা বন্ধুরা পরের ম্যাচে আমাদের হারের প্রতিশোধ নেবে।

যদি ভারতকে হারাতে পারে বাংলাদেশ, তাহলে ঢাকায় গিয়ে সেই পাক অভিনেত্রী মাছ-ভাত খাবেন। বাংলাদেশের এক ক্রিকেটারের সঙ্গে ডেটিং করবেন। এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন পাক অভিনেত্রী শেহার শিনওয়ারি (Sehar Shinwari)।

Advertisement

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: কোহলির ৪৮তম ওডিআই শতরান নিয়ে ‘বিরাট’ বিতর্ক বাড়ালেন ভাজ্জি! কী বললেন?]

বাংলাদেশ অবশ্য পুণেতে হারাতে পারেনি ভারতকে। বিরাট কোহলি সেঞ্চুরি করেন। ভারত খুব সহজেই ম্যাচ (ICC ODI World Cup 2023) জিতে নেয়। ভারতের জয়রথ চলছেই। আহমেদাবাদে পাকিস্তানকেও প্রাধান্য রেখে হারিয়েছে ভারত। পাকিস্তানি অভিনেত্রী শেহার শিনওয়ারি আশা করেছিলেন, ভারতকে হারিয়ে বাংলাদেশ পাকিস্তানের হারের প্রতিশোধ নেবেন। সেই কারণে মোহময়ী প্রস্তাবও দেওয়া হয়েছিল। বাংলাদেশ হেরে যাওয়ার পরে সেই পাক অভিনেত্রী বলছেন, ”বাংলার বাঘেরা ভালো খেলেছে। তোমরা অন্তত ঘরের মাঠে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন।”

শেহার শিনওয়ারির পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। ঘরের মাঠে ভারতকে বিধ্বংসী লাগছে এই মুহূর্তে। দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলরা। তবে দিল্লি এখনও বহু দূর! মেগা ইভেন্টের পরতে পরতে কী লুকিয়ে রয়েছে কে জানে!  

[আরও পড়ুন: একতা, একটি ছবিই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ১৪০ কোটিকে]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement