Advertisement
Advertisement

Breaking News

RCB

টানা চার ম্যাচে জয়, কোন অঙ্কে এখনও প্লে অফে যেতে পারে আরসিবি?

টানা চার ম্যাচ জিতে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে আরসিবি।

IPL Playoffs 2024: Here is how RCB can go through to the play off of IPL

পারবে কি আরসিবি প্লে অফে পৌঁছতে?

Published by: Krishanu Mazumder
  • Posted:May 10, 2024 12:50 pm
  • Updated:May 10, 2024 3:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে মনে হচ্ছিল আইপিএলের প্লে অফে (IPL Playoffs 2024) পৌঁছতে পারবে না আরসিবি (RCB)। কিন্তু চার ম্যাচ জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হঠাৎই প্লে অফের আশা বাড়িয়ে তুলেছে। বৃহস্পতিবার পাঞ্জাব কিংসকে উড়িয়ে দিয়ে আইপিএলে এখনও টিকে রয়েছেন বিরাট কোহলিরা। পাঞ্জাবের অভিযান শেষ হয়ে গিয়েছে। আরসিবি স্বপ্ন দেখাতে শুরু করে দিয়েছে। কোন অঙ্কে বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিরা পৌঁছতে পারবেন প্লে অফে?
আরসিবি-র এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। ১২ মে দিল্লি এবং ১৮ মে চেন্নাই আরসিবির প্রতিপক্ষ। পাঞ্জাব কিংসকে হারানোর পরে ১২ ম্যাচে ১০ পয়েন্ট বেঙ্গালুরুর। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য সহজ অঙ্ক, শেষ দুটি ম্যাচে জিততে হবে বিরাট কোহলিদের। সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট হবে ১৪। 
আরসিবির খেলা বাকি দিল্লি ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এই ম্যাচদুটো জিততে পারলে আরসিবির মোট পয়েন্ট হবে ১৪। শুধু জিতলে হবে না, রয়্যাল চ্যালেঞ্জার্সকে তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। বাকি ম্যাচগুলোয় হারতে হবে চেন্নাইকে। ঋতুরাজ গায়কোয়াড়ের দল বাকি ম্যাচগুলো হেরে গেলে, তাদের পয়েন্ট হবে ১২। দিল্লি ও লখনউ ১৪-র বেশি পয়েন্ট না পেলেও প্লে অফে যাওয়ার রাস্তা খোলা থাকছে আরসিবির। চেন্নাই, দিল্লি, লখনউ ও আরসিবির পয়েন্ট যদি ১৪ হয়, তখন দেখা হবে দলগুলোর নেট রান রেট। 
আরসিবি অবশ্য তৃতীয় স্থানে থেকে প্লে অফে এখনও যোগ্যতা অর্জন করতে পারে। অঙ্কের হিসেবে সেই সম্ভাবনা এখনও রয়েছে আরসিবির। সাত নম্বর থেকে এক লাফে আরসিবি তিন নম্বরে পৌঁছতেই পারে পয়েন্ট তালিকায়। তার জন্য শেষ দুটি ম্যাচ জিততেই হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। অন্যদিকে গুজরাট ও পাঞ্জাবের বিরুদ্ধে বাকি দুটি ম্যাচে হারতেই হবে সানরাইজার্স হায়দরাবাদকে। 

[আরও পড়ুন: দ্রাবিড়ের বিদায় নিশ্চিত? ভারতীয় দলের কোচ খুঁজতে বিজ্ঞাপন দেওয়ার পথে বিসিসিআই]

অন্যদিকে চেন্নাই সুপার কিংসকে গুজরাট, রাজস্থান ও বেঙ্গালুরুর কাছে হারতে হবে। সেই সঙ্গে দিল্লিকে হারতে হবে বেঙ্গালুরু ও লখনউয়ের কাছে। অন্যদিকে লখনউকে হারতে হবে মুম্বইয়ের কাছে।
যদি উপরের সবকটি সমীকরণ খেটে যায়, তাহলে আরসিবির তৃতীয় স্থানে শেষ করার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। আরসিবি তৃতীয় স্থানে শেষ করলে লখনউ সুপার জায়ান্টস সেক্ষেত্রে চতুর্থ স্থানে শেষ করবে। 

Advertisement

দ্বিতীয়ত আরও একটি সমীকরণে আরসিবি চতুর্থ স্থানে শেষ করতে পারে। সেক্ষেত্রে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসকে বাকি ম্যাচগুলোয় হারতে হবে। দুটো দলেরই তিনটি করে ম্যাচ বাকি। ১৮ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। এই দলগুলোর মধ্যে কোনও একটি দল যদি ১৬ পয়েন্টে শেষ করে, তাহলে আরসিবির প্লে অফ সম্ভাবনা শেষ হয়ে যাবে।
কিন্তু এদের মধ্যে কোনও দল যদি ১৬ বা ১৮ পয়েন্টে শেষ করে এবং অপর দলটি ১৪ পয়েন্টে শেষ করে, তাহলে আরিসিবির সম্ভাবনা রয়েছে প্লে অফে যাওয়ার। এক্ষেত্রে তিনটি দলেরই পয়েন্ট ১৪। আরসিবির জন্য আদর্শ পরিস্থিতি হল সিএসকে বা সানরাইজার্সের থেকে এবং এলএসজি ও দিল্লি ক্যাপিটালসের থেকে রান রেট ভালো রাখতে হবে। 
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য পরিস্থিতি এখন যা তাতে দুটি ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকেও।

Advertisement

[আরও পড়ুন: ম্যাচ জিতিয়ে সমালোচকদের পাল্টা, স্টেন গান সেলিব্রেশন কোহলির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ