Advertisement
Advertisement

Breaking News

রাশিয়ার জন্য তৈরি করা বিমানই হতে চলেছে এয়ারফোর্স ওয়ান

প্রেসিডেন্টের বিমানের রক্ষণাবেক্ষণের খরচ কমাতেই এই সিদ্ধান্ত।

Next US Air Force One could be planes built for Russian airline
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2017 3:52 pm
  • Updated:August 2, 2017 3:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার একটি বিমানসংস্থার জন্য দুটি ৭৪৭-৮ জেটলাইনার তৈরি করেছিল মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং। কিন্তু, শে্ষপর্যন্ত সেই বিমান দুটি অবশ্য কেনেনি ওই বিমানসংস্থাটি। এবার খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান এয়ারফোর্স ওয়ান হিসেবে ওই  দুটি জেটলাইনারকে ব্যবহার করার সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। খুব তাড়াতাড়ি এই জেটলাইনার দুটি কিনতে চেয়ে বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িংকে বরাতও দেওয়া হবে বলে জানা গিয়েছে।

[ডোকলাম থেকে সেনা প্রত্যাহারে ভারতের উপর চাপ বাড়াল চিন]

Advertisement

এয়ার ফোর্স ওয়ান। বিশ্বের সবচেয়ে আধুনিক এই বিমানটি ব্যবহার করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের বিমান বলে কথা। স্বাভাবিকভাবেই এয়ারফোর্স ওয়ানের রক্ষণাবেক্ষণে বিপুল পরিমাণ টাকাও খরচ হয়। কিন্তু এখন এয়ারফোর্স ওয়ানের রক্ষণাবেক্ষণের খরচ কমাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই বর্তমানে এয়ারফোর্স ওয়ান হিসেবে যে বিমানটি ব্যবহার করা হয়, সেটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। তার বদলে বোয়িং-এর তৈরি এই দুটি ৭৪৭-৮ জেটলাইনার বিমান কেনা হবে। এয়ারফোর্স ওয়ানের মুখপাত্র অন স্টেফানকে জানিয়েছেন, ওই দুটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান কেনার বিষয়ে চুড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। খুব তাড়াতাড়ি বরাত দেওয়া হবে।

Advertisement

[যৌন হেনস্তা করত ‘চরিত্রহীন’ ইমরান খান, বিস্ফোরক নেত্রী]

বছর চারেক আগে মার্কিন বিমান সংস্থা বোয়িংকে চারটি ৭৪৭-৮ জেটলাইনার তৈরি করার বরাত দিয়েছিলেন রাশিয়ার একটি বিমান সংস্থা। দুটি বিমান তৈরিও হয়ে গিয়েছিল। কিন্তু, ২০১৫ সালে দেউলিয়া হয়ে যায় রাশিয়ার ওই বিমান সংস্থাটি। তাই ওই দুটি বিমান দুটি আর কিনতে পারেনি তারা। এতদিন বিমান দুটি উত্তর আমেরিকার মোজাভে মরুভুমিতে অব্যবহৃত অবস্থায় পড়েছিল। দীর্ঘদিন গরম ও শুষ্ক আবহাওয়া থাকার কারণে বিমানটির ক্ষয় দেখা দিয়েছে। বিমান দুটিকে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের উপযুক্ত করে তোলার কাজ চলছে।

[নিজের প্রসব স্থগিত রেখে অন্য রোগীর জন্য এগিয়ে এলেন এই চিকিৎসক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ