Advertisement
Advertisement
Rahul Gandhi USA

আমেরিকায় গিয়েও ট্রাকে চড়লেন রাহুল, চালকের উপার্জন শুনে অবাক কংগ্রেস নেতা

১৯০ কিলোমিটার পথ ট্রাকে চেপেই পাড়ি দেন রাহুল গান্ধী।

Rahul Gandhi enjoys truck ride in USA, speaks on troubles on truck drivers | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 13, 2023 2:44 pm
  • Updated:June 13, 2023 2:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে হরিয়ানায় (Haryana) গিয়ে ট্রাকে চেপেছিলেন। এবার আমেরিকা সফরে গিয়েও ট্রাকে চড়েই ১৯০ কিলোমিটার পথ পাড়ি দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুধু তাই নয়, পথে শুনলেন প্রয়াত সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala) গানও। ভারতীয় ট্রাক চালকের সঙ্গে গল্প করতে করতেই ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক পাড়ি দেন কংগ্রেস নেতা। প্রসঙ্গত, সাংসদ পদ খারিজ হওয়ার পরে সাধারণ ভারতীয় হিসাবেই মার্কিন (USA) সফরে গিয়েছেন রাহুল গান্ধী।

ট্রাকযাত্রার ভিডিও নিজের টুইটারে পোস্ট করেছেন কংগ্রেস নেতা। সেখানে দেখা যাচ্ছে, তালিজিন্দর সিং নামে এক ভারতীয় ড্রাইভারের পাশে বসে কথা বলছেন রাহুল। কংগ্রেস নেতার প্রশ্ন, “ট্রাক চালিয়ে কেমন রোজগার হয়?” উত্তরে জানা যায়, ভারতের তুলনায় অনেকটাই বেশি রোজগার করতে পারেন মার্কিন ট্রাকচালকরা। প্রত্যেক মাসে ভারতীয় মুদ্রায় প্রায় ৪-৫ লক্ষ টাকা উপার্জন করেন তালজিন্দররা।

Advertisement

[আরও পড়ুন: ‘বৈধ নয়’, রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের]

আরও জানা যায়, চালকদের সুবিধার কথা ভেবেই ট্রাক তৈরি হয় আমেরিকাতে। তালজিন্দরের মুখে এই কথা শুনে রাহুল নিজেও মার্কিন ট্রাকের প্রশংসা করেন। তাঁর মনে পড়ে যায় হরিয়ানার ট্রাক যাত্রার কথা। সেই প্রসঙ্গ উল্লেখ করে রাহুলের মন্তব্য, “এখানে তো চালকদের আরামের কথা মাথায় রেখে ট্রাক তৈরি হয়। কিন্তু ভারতে বিষয়টি একেবারে উলটো।” ভারতে ট্রাক চালাতে গেলে অনেক বেশি সমস্যার মোকাবিলা করতে হয় বলে জানিয়েছেন তালজিন্দর।

Advertisement

ট্রাক সফরের মাঝেই গানও শুনতে চান কংগ্রেস নেতা। তালজিন্দরকে বলেন, “সিধু মুসেওয়ালার গান চালাও।” প্রয়াত পাঞ্জাবি গায়কের বিখ্যাত ২৯৫ গানটি শুনতে চান রাহুল। প্রসঙ্গত, আমেরিকা সফর সেরে দেশে ফিরে এসেছেন কংগ্রেস নেতা। তবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের নিন্দা করেছেন তিনি, এই প্রশ্ন তুলে কংগ্রেস নেতার বিরোধিতায় সরব বিজেপি।

[আরও পড়ুন: বউমাকে ঘরে তুলতে কোটি টাকা চান মুকুটমণির বাবা, বিজেপি বিধায়কের কাণ্ডে নয়া তথ্য পুলিশের হাতে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ