Advertisement
Advertisement

Breaking News

শরণারথী শিশু

আমেরিকার সীমান্তে শরণার্থী শিশুর মৃত্যু, তদন্তের দাবি ট্রাম্প বিরোধীদের

গত ৮ মাসে ছ’জন শরণার্থী শিশুর মৃত্যু হয়েছে আমেরিকা-মেক্সিকো সীমান্তে৷

Refugee child death at Mexico border, row sparks over it
Published by: Sucheta Sengupta
  • Posted:May 23, 2019 11:36 am
  • Updated:May 23, 2019 12:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে ট্রাম্পের পাঁচিল নীতি৷ আর তাতে আটকা পড়ে গত কয়েকমাসে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন শরণার্থী শিশুর৷ সম্প্রতি প্রকাশিত রিপোর্টে গত ৮ মাসে ৬ শিশুর মৃত্যুর খবর মিলছে৷ এই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন এল সালভাদোরের ১০ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন রাজনীতি৷ ট্রাম্প বিরোধিতায় শরণার্থী শিশুর মৃত্যুর তদন্তের দাবি তুলছে ডেমোক্র্যাট শিবির৷

[আরও পড়ুন: সার্জিক্যাল স্ট্রাইকে গুঁড়িয়ে গিয়েছে জঙ্গিঘাঁটি, প্রতিবাদে মোদির পরাজয় কামনা পাকিস্তানের]

অনুপ্রবেশকারীদের রুখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে পাঁচিল তোলার সিদ্ধান্ত নিয়েছেন৷ সিদ্ধান্ত কার্যকর করার বিষয়টি এত সহজে না হলেও, শরণার্থীদের আটকাতে সীমান্ত সিল করা হয়েছে৷ ফলে মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকার প্রান্তে পৌঁছে এখানেই আটকে গিয়েছে প্রচুর শরণার্থী৷ খাবার, জলের অভাবে অসুস্থ হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছে একের পর এক শিশু৷ আর টেক্সাসের সীমান্তে অসুস্থ হওয়ার পর কোনওক্রমে মার্কিন ভূখণ্ডে প্রবেশ করায় হাসপাতালে চিকিৎসাও হয় এল সালভাদোরের ওই শিশুর৷ কিন্তু মার্কিন স্বাস্থ্যবিভাগ বলছে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও ওই শিশু শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যায়৷ টেক্সাসের ডেমোক্র্যাটিক সদস্য জোয়াকিন কাস্ত্রো গোটা গোটা বিষয়টির জন্য ট্রাম্পকেই দায়ী করেছেন৷

Advertisement

গত জানুয়ারি থেকে আমেরিকা-মেক্সিকোর সীমান্তে পাঁচিল তোলা নিয়ে বিতর্ক চলছে৷ এনিয়ে সমস্যাও কম হয়নি৷ প্রায় ৩ লক্ষ মানুষজন সীমান্তে অপেক্ষারত৷ যদিও এভাবে পাঁচিল তুলে শরণার্থী আটকানো নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে সমর্থন নেই বিরোধীদের৷ একইসঙ্গে ট্রাম্প বিরোধিতায় সরব আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনগুলো৷ বিক্ষোভ চলছে৷ তারই মধ্যে বাড়ছে শরণার্থী শিশুদের মৃত্যুতে যথাযথ তদন্তের দাবি৷ শরণার্থী সমস্যা মেটাতে আমেরিকা, ইউরোপ যত লাগাম টানার চেষ্টা করছে, ততই বাড়ছে তাঁদের ভিড়৷ যুদ্ধ ছাড়াও বিভিন্ন দেশের খাদ্যসংকট, অর্থনৈতিক দুরাবস্থার জন্য দেশত্যাগের হিড়িক বাড়ছে৷ আর এসবের মধ্যে শিশুদের মৃত্যু এই মুহূর্তে সবচেয়ে বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷

Advertisement

[আরও পড়ুন: বিনা পয়সায় ভরপেট খাবার, জানেন কোথায় আছে এমন রেস্তরাঁ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ