Advertisement
Advertisement
China

সংসার পাততে আগ্রহ হারাচ্ছে যুবপ্রজন্ম! রেকর্ড হারে কমল বিয়ের সংখ্যা, উদ্বিগ্ন চিন

কমেছে জন্মহারও।

Report claims Marriages In China Fall To Historic Low | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:June 13, 2023 2:28 pm
  • Updated:June 13, 2023 2:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েতে আগ্রহ হারাচ্ছে চিন (China)! অন্তত সরকারি তথ্য তাই বলছে। শুধু বিয়ে কেন, চিনে কমছে জন্মহারও। উলটোদিকে বেড়েছে বার্ষিক মৃত্যুহারও। যা দেখে কপালে চিন্তার ভাঁজ জিনপিং প্রশাসনের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের (CNN) রিপোর্ট বলছে, ২০২২ সালে চিনে বিয়ের সংখ্যা রেকর্ড কমেছে। চিনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রকের রিপোর্ট বলছে, ২০২১ সালে সে দেশে বিয়ে হয়েছিল ৭.৬৩ মিলিয়ন। ভারতীয় অঙ্কে সংখ্যাটা দাঁড়াবে ৭০ লক্ষ ৬৩ হাজার। পরের বছর অর্থাৎ ২০২২ সালে সেই সংখ্যাটা একধাক্কায় ১০.৫ শতাংশ কমে গিয়েছে। বছরভর বিয়ে হয়েছে ৬.৮ মিলিয়ন অর্থাৎ ৬০ লক্ষ ৮০ হাজার টি। ২০২২ সাল জুড়েও করোনা দাপিয়েছে চিনজুড়ে। সেই মহামারির সময় চিনজুড়ে নিয়মের কড়াকড়ি জারি ছিল। ঘরে বন্দি ছিল বহু মানুষ। এই নিয়মবিধির মধ্যে বিয়ে করতে চাননি অনেকে। তাই হয়তো ২০২২ সালে কমেছে বিয়ের সংখ্যা।

Advertisement

[আরও পড়ুন: IAS পরিচয় দিয়ে প্রেম-বিয়ে, মোটা টাকা হাতানোর চেষ্টা! পুলিশের জালে ‘গুণধর’]

তবে শুধুমাত্র বিয়ের সংখ্যা নয়, কমেছে চিনের হার জন্মহারও। ২০২১ সালে যেখানে প্রতি ১ হাজার জন চিনা নাগরিকের মধ্যে জন্মহার ছিল ৭.৫২ সেখানে ২০২২ সালে হার কমে দাঁড়িয়েছে ৬.৭৭। বেড়েছে মৃত্যু। ১৯৭৪ সালের পর ২০২২-এ চিনে মৃত্যুর সংখ্যা রেকর্ড গড়েছে। এক বছরে প্রাণ গিয়েছে প্রতি হাজার জনে ৭.৩৭ জনের। গত ৬০ বছরের মধ্যে এই প্রথমবার কমেছে বেজিংয়ের জনসংখ্যাও। সবমিলিয়ে জনসংখ্যা নিয়ে চিন্তায় জিনপিং সরকার। কারণ, বেজিংয়ের উন্নয়নের অন্যতম বড় হাতিয়ার ছিল এই বিপুল জনসংখ্যা। তাই এবার জনসংখ্যা বৃদ্ধির উপায় খুঁজছে জিনপিং সরকারের আধিকারিকরা। 

Advertisement

[আরও পড়ুন: ‘অনাহারে নাহি খেদ’… খিদের চোটে লাফিয়ে বাড়ছে আত্মহত্যা! ‘রাষ্ট্রদ্রোহ’ বলছেন কিম রাজা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ