Advertisement
Advertisement

Breaking News

Asian Games 2023

ভারতের পদক জয়ের দৌড় অব্যাহত, হাংঝৌয়ে সেঞ্চুরি টিম ইন্ডিয়ার, অভিনন্দন প্রধানমন্ত্রীর

মহিলা কবাডি দলের হাত ধরেই এল শততম পদক।

Asian Games 2023: India wins the gold medal in kabaddi to touch the 100th medal । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 7, 2023 8:45 am
  • Updated:October 7, 2023 10:18 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) এ বারের স্লোগান ছিল, ‘ইস বার ১০০ পার’। শনিবার এশিয়ান গেমসে ১০০ পদক ছুঁয়ে ফেলল ভারত। এদিন সকাল থেকে শুরু হয় ভারতের সোনা জয়। জ্যোতি ভেন্নাম তিরন্দাজিতে সোনা জেতেন। ব্রোঞ্জ জেতেন অদিতি। তিরন্দাজিতে ছেলেদের ব্যক্তিগত বিভাগ থেকেই ভারতকে সোনা এনে দেন ওজাস দেওতালে। ওই একই ইভেন্টে রুপো পান অভিষেক বর্মা। ওজাস এবং অভিষেক তিরন্দাজির কম্পাউন্ড বিভাগের  ফাইনালে উঠেছিলেন আগেই। পদক যে আনবেন তা নিশ্চিতই ছিল। কিন্তু পদকের রং নিশ্চিত ছিল না। গতকাল পদকের সংখ্যা ছিল ৯৫। এদিন সকালেই তিরন্দাজি থেকে চারটি পদক আসে। ফলে ভারতের পদক সংখ্যা হয় ৯৯। 

[আরও পড়ুন: Asian Games 2023: এশিয়ান গেমসের তিরন্দাজিতে সোনা পেলেন ভারতের জ্যোতি]

 

এরপরে মহিলা কবাডি দলও জিতে নেয় সোনা। মহিলা কবাডি দলের হাত ধরেই এল শততম পদকটি।  ভারতের মহিলারা ২৬-২৫-এ হারাল চাইনিজ তাইপেকে। ভারতের এই সাফল্যে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের পদক সংখ্যা ১০০। ভারতের সোনার সংখ্যা ২৫, রুপো ৩৫ এবং ব্রোঞ্জ ৪০। 

Advertisement

 

Advertisement

অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করেন, ”এশিয়ান গেমসে ঐতিহাসিক  সাফল্য ভারতের। ১০০ পদক জেতায় ভারতের মানুষ নিশ্চিতভাবেই অভিভূত হবেন। আমাদের অসাধারণ ক্রীড়াবিদদের আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের প্রচেষ্টা ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকের দিকে নিয়ে গিয়েছে। প্রতিটি অবিশ্বাস্য পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে। আমাদের প্রত্যেকের হৃদয় গর্বে ভরে উঠেছে। ১০ তারিখে এশিয়ান গেমস দলকে অভ্যর্থনা জানাব। আমাদের অ্যাথলিটদের সঙ্গে কথা বলব।” 

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ‘বাপ কা বেটা’! পাক ব্যাটিংয়ের পরীক্ষা নেওয়া ডি লিডির বাবা নায়ক হয়েছিলেন শচীনদের বিরুদ্ধে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ