Advertisement
Advertisement

Breaking News

Aparajita Adhya

‘বাঙালিরা তো খুব কম পায়…’, অনসূয়ার কান সম্মানে আপ্লুত অপরাজিতা

বাঙালির বিশ্ব জয়ের গর্বিত অভিনেত্রী।

Aparajita Adhya reacted Anasuya Sengupta's win at Cannes 2024
Published by: Suparna Majumder
  • Posted:May 25, 2024 1:32 pm
  • Updated:May 25, 2024 1:32 pm

সুপর্ণা মজুমদার: বাঙালির বিশ্ব জয়! কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত (Anasuya Sengupta)। শুধু বাঙালি নয়, ভারতবর্ষের প্রথম অভিনেত্রী হিসেবে এই সম্মান পেয়েছেন তিনি। তাঁর এই জয়ে গর্বিত অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)।

Aparajita-and-Anasuya

Advertisement

অঞ্জন দত্ত পরিচালিত ‘ম্যাডলি বাঙালি’ সিনেমায় অভিনয় করেছিলেন অপরাজিতা। সেই ছবিতে তানিয়ার চরিত্রে দেখা গিয়েছিল অনসূয়াকে। কলকাতার মেয়ের এই জয়ে বেশ খুশি অপরাজিতা। অভিনেত্রীর কথায়, “অনেকদিন বাদে কোনও বাঙালির পুরস্কার। অনসূয়ার সঙ্গে ম্যাডলি বাঙালিতে কাজ করেছিলাম। সে অনেক দিন আগের কথা। অতটা ভালো করে মনে নেই। বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যানটিন বোঁজ্যনভের সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছে ও। এ বিরাট পাওয়া। যেকোনও পুরস্কার ঈশ্বরের আশীর্বাদ। আমাদের কলকাতার মেয়ে। বাঙালিরা তো খুব কম পায়! বাঙালির যা প্রতিভা সেই তুলনায় স্বীকৃতি কম। এটা ঈশ্বরেরই আশীর্বাদ।”

Advertisement

[আরও পড়ুন: করণের ‘রকি-রানি’তে বলিউডে সুপারহিট টোটা, পরিচালকের জন্মদিনে ধরলেন কলম?]

‘দ্য শেমলেস’ ছবিতে দুরন্ত অভিনয়ের জন্যই কান চলচ্চিত্র উৎসবের ‘Un Certain Regard’ বিভাগের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অনসূয়া। কলকাতার এই মেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে অনসূয়ার বাড়ি। সোশাল মিডিয়ায় কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে পুরস্কার পাওয়ার মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী।

The-Shameless-Movie

নিজের পাওয়া এই পুরস্কার অনসূয়া উৎসর্গ করেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে ও অন্যান্য প্রান্তিক সম্প্রদায়কে। “যাঁরা বীরত্বের সঙ্গে এমন এক লড়াই লড়ে চলেছেন যা লড়ার কোনও প্রয়োজন ছিল না”, বলেন তিনি। মুম্বইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত, থাকেন গোয়ায়। তবে পুরস্কার তিনি পেয়েছেন অভিনেত্রী হিসেবে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘রে’ সিরিজেও দেখা গিয়েছিল অনসূয়াকে। ‘দ্য শেমলেস’ ছবিতে তিনি ছাড়াও রয়েছেন ওমারা শেট্টি, মিতা বশিষ্ঠ।

[আরও পড়ুন: সফল রাঘবের চোখের অস্ত্রোপচার, স্বামীকে সঙ্গে নিয়ে সিদ্ধিবিনায়কের দর্শন সারলেন পরিণীতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ