সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগস্টের আর মাত্র একটা দিন বাকি। তারপরই সেপ্টেম্বর। সিনেমা হলে ‘জওয়ান’ (Jawan) ঝড়ের পালা। ছবির ট্রেলার আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশ্যে আসার কথা। তার আগেই বৈষ্ণোদেবী দর্শন করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
চার বছর পর বড়পর্দায় ‘পাঠান’ হিসেবে ফিরেই তুলকালাম কাণ্ড ঘটিয়েছিলেন শাহরুখ। হাজার কোটির বেশি ব্যবসা করে বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় পাঁচ নম্বর জায়গায় নিশ্চিত করে নেয় তাঁর কামব্যাক ছবি। এবার ‘জওয়ান’-এর পালা। ‘পাঠান’-এর মুক্তির সময়ও বৈষ্ণোদেবীর আশীর্বাদ নিতে গিয়েছিলেন শাহরুখ। এবারও দেবির দ্বারস্থ হলেন। মঙ্গলবার বিকেলেই কাটরার বেস ক্যাম্পে পৌঁছে যান বলিউড বাদশা। তারপর নিউ টারাকোটে রোড দিয়ে রাত ১১.৪০ নাগাদ মন্দিরে পৌঁছে যান। পুজো দেওয়ার পরই সেখান থেকে বেরিয়ে যান।
অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এখবর আগেই জানা গিয়েছিল। আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দীপিকা পাড়ুকোনকেও দেখা যায়। ট্রেলারেও রয়েছেন অভিনেত্রী। তবে সূত্রের খবর, ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকা।
ছবির প্রচারে কায়দা একদম পালটে ফেলেছেন শাহরুখ। এখন সাংবাদিক বৈঠকে কিং খানকে খুব একটা দেখা যায় না। সেই কাজটি তিনি ‘X’ প্ল্যাটফর্মের ‘Ask SRK’ সেশনেই সেরে ফেলেন। ছবির প্রি-ভিউতেই ঝড় তুলেছিলেন শাহরুখ। তারপর গান প্রকাশ্যে এসেছে। ট্রেলারটি বাদশা শেষপাতের জন্যই বাঁচিয়ে রেখেছেন। একেবারে ‘জিন্দা বান্দা’র মতো। যাতে অনুরাগীদের উচ্ছ্বাসের পারদ আরও বাড়িয়ে দেওয়া যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.