Advertisement
Advertisement

Breaking News

Sudipa Chatterjee

‘আমি মরে গেলেও খুঁত ধরবেন’, বিস্ফোরক সুদীপা! কী হল অভিনেত্রীর?

বেশ কড়া ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন সুদীপা।

Sudipa Chatterjee on recent trolling | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 22, 2022 12:26 pm
  • Updated:October 22, 2022 1:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদীপা চট্টোপাধ্যায় মানেই যেন বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় কিছু একটা পোস্ট সুদীপা করলেই, তা নিয়ে ট্রোলিং শুরু করে দেন নেটিজেনরা। কখনও খাবারের ডেলিভারি বয়কে নিয়ে বিতর্কে জড়িয়েছেন, আবার কখনও শাড়ি, গয়না নিয়েও বিতর্কে নাম জড়িয়েছে তাঁর, কখনও দুর্গাপুজোয় সুদীপার সাজ নিয়ে হইচই হয়েছে। এই তো কিছুদিন আগে স্বামী পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রেস্তরাঁয় খাওয়া-দাওয়ার ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হতে হয়েছিল সুদীপাকে।

নেটিজেনদের এই কটাক্ষকে সুদীপা (Sudipa Chatterjee) মোটেই ভাল চোখে দেখেন না। অনেক সময়েই নানাভাবে এর প্রতিবাদ করেন। এবারও তেমনটিই করলেন। বেশ কড়া ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন সুদীপা।

Advertisement

Advertisement

সম্প্রতি অগ্নিদেবকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন সুদীপা। সেখানেই জনৈক এক নেটিজেন লেখেন, ‘বুড়ো ভাম!’ সেই নেটিজেনকেই উত্তর দিতে গিয়ে সুদীপা লেখেন, ‘এত লোকে এত কিছু লিখলেন– কেউ কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না, সুদীপা কী হয়েছে তোমার? আনওয়েল কেন? এর থেকে বোঝা গেল– আমি মরে গেলেও, আপনারা আমার চিতায় ফুলের মালা গুনবেন। তাতে খুঁত ধরবেন। বানান ভুল ধরবেন। আমাকে দেখবেন না, তাই তো? কী নিষ্ঠুর!’ তবে সুদীপার এই মন্তব্যের পরেও ট্রোল করা থামেনি।

[আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত সলমন খান, ‘বিগ বস’ সঞ্চালনার দায়িত্বে করণ জোহর ]

সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ সুদীপা। যখনই সুযোগ পান তখনই নিজেকে মেলে ধরেন ইনস্টাগ্রাম, ফেসবুকে। কখনও নিজের ঘর সংসারের কথা বলেন, কখনও আবার নিজের ছোট ছেলের নানা ভিডিও শেয়ার করতে থাকেন। আবার কখনও শাড়ি, গয়নাও বিক্রি করেন সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে। কয়েকদিন আগে  অভিনেতা অঙ্কুশের সঙ্গে একটি ছবি দিয়ে রীতিমতো কটাক্ষের মুখে পড়েছিলেন সুদীপা।

যা দেখে এক নেটিজেন লিখেছিলেন,’শাড়িটা কি ঢাকাই? নেকলেসটা কি রুপোর?’ নেটিজেনের এরকম প্রশ্ন দেখে রীতিমতো ক্ষেপে যান সুদীপা। তারপর সোশ্য়াল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমি জানি না বাংলা ভাষাটা আজকাল এত কঠিন হয়ে গিয়েছে কিছু মানুষের কাছে। সহজ সরল ইংরেজি বা সামান্য ইংরেজি তাঁরা বোঝেন না। বেশ খারাপ একটা সময়। কোভিড হয়তো জয় করে নেবো কিন্তু অশিক্ষা আর কুরুচি- জয় করবো কীভাবে? আমি লিখেছিলাম, আমি নকল জুয়েলারি পরি না। এর মধ্যে রুপো ও সোনা দুই রয়েছে। মানুষ সত্যিই অশিক্ষিত হয়ে গিয়েছে।’ এতদিন ধরে চলা ট্রোলিংয়ে সুদীপা হতাশ। 

[আরও পড়ুন: ফটোশুটে পোশাক বিভ্রাট, পোজ দিতে গিয়ে স্তন দেখালেন উরফি! ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ