Advertisement
Advertisement

Breaking News

OMG! মুক্তির দিনেই অনলাইনে ফাঁস ‘সঞ্জু’

কী বললেন রণবীর ভক্তরা?

Ranbir Kapoor's Sanju leaked online, Noida youth held
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2018 9:04 pm
  • Updated:June 30, 2018 9:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির দিনেই অলাইনে ফাঁস রণবীর কাপুর অভিনীত ছবি ‘সঞ্জু’। বি-টাউনের মুন্নাভাই সঞ্জয় দত্তের বহু আলোচিত বায়োপিক ‘সঞ্জু’ মুক্তি পেয়েছে শুক্রবার। নিন্দুকদের চিন্তা বাড়িয়ে প্রথম দিনই রাজকুমার হিরানির ছবির প্রথম দিনের আয় ৩৪.৭৫ কোটি টাকা। এদিকে ছবি মুক্তির কিছুক্ষণের মধ্যেই রণবীর অনুরাগীদের টুইটে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুক্রবারই অনলাইন টোরেন্টে মিলছে এইচডি কোয়ালিটির ‘সঞ্জু’।

 [ফের খলনায়ক সঞ্জয়, প্রকাশ্যে ‘সাহেব বিবি অাউর গ্যাংস্টার থ্রি’র ট্রেলার]

এই লিংক দেখতে পেয়ে অনুরাগীদের কেউ কেউ ক্ষোভ উগরে দেন সেন্সর বোর্ডের প্রতি। তাঁদের বক্তব্য, এত কড়াকড়ির পরেও সেন্সরের ফাঁক গলে কি করে পাইরেসি। কেউ আবার সোশ্যাল সাইটে টোরেন্ট লিঙ্ক শেয়ার করতেও নিষেধ করছেন। পালটা অনুরোধ, পাইরেসিতে যাবেন না। হলে গিয়ে প্রিয় অভিনেতার ছবি দেখে আসুন। এভাবেই চলতে থাকে প্রচার। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ভাইজানের ‘রেস-থ্রি’। বক্স অফিসে ভালরকম ব্যবসা করছে সেই ছবি। ঠিক সেই মুহূর্তে ‘সঞ্জু’-র মুক্তি সল্লু অনুরাগীদের মাথাব্যথা বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছেন অনেকে। এমনই কিছু নেটিজেনের দাবি, ‘সঞ্জু’ অনলাইনে ফাঁসই হয়নি। আসলে হলে গিয়ে যাতে কেউ ছবিটা না দেখে, তারই ব্যবস্থা চলছে। সেকারণেই পরিকল্পনা মাফিক ছবি ফাঁসের গুজব ছড়ানো হচ্ছে।

[প্রথম দিনেই রেকর্ড ব্যবসা ‘সঞ্জু’র, ছাপিয়ে গেল সলমনের ‘রেস থ্রি’কে]

এদিকে অনলাইনে ‘সঞ্জু’ ফাঁস সংক্রান্ত ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃতের বাড়ি নয়ডাতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ