Advertisement
Advertisement
WB Election Commissioner

রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগকে চ্যালেঞ্জ: প্রচার পেতেই জনস্বার্থ মামলা! খারিজ করল হাই কোর্ট

আদালতের পর্যবেক্ষণ, মানুষের স্বার্থ খর্ব হয়নি বলে মত ডিভিশন বেঞ্চের।

Calcutta HC dismisses PLA on recruitment of WB Election Commissioner | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 3, 2023 1:51 pm
  • Updated:July 3, 2023 2:10 pm

গোবিন্দ রায়: রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার (Rajiv Sinha) নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। সোমবার সেই জনস্বার্থ মামলা (PLA) খারিজ করল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, মিডিয়ায় প্রচার পেতেই এই মামলা দায়ের হয়েছিল। এখানে মানুষের স্বার্থ খর্ব হয়নি বলে মত ডিভিশন বেঞ্চের।

গত ৭ জুন রাজীব সিনহাকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হয়। যা নিয়ে মামলা গড়ায় হাই কোর্টে। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীব সিনহার জয়েনিং লেটারও ফিরিয়ে দেন। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নবান্নের কাছে এরকম কোনও খবর নেই। এর মাঝেই হাই কোর্টে জনস্বার্থ  মামলা দায়ের হয়।

Advertisement

[আরও পড়ুন: পুরনো বাড়ির চাঙড় ভেঙে মৃত্যু শ্রমিকের, আসানসোলে জনরোষ, ভাঙচুর তৃণমূল কার্যালয়েও

আদালতেরাজ্যের তরফে জানানো হয়েছিল, আইন অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে। এই মামলার কোন গ্রহণযোগ্যতা নেই। তাদের সেই মতেই কার্য়ত সিলমোহর দিল আদালত। মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Advertisement

প্রসঙ্গত, রাজীব সিনহার নিয়োগ নিয়ে গোড়া থেকেই জটিলতা রয়েছে। তিনি একেবারেই তৃণমূলের (TMC) ঘনিষ্ঠ, এই অভিযোগে বিজেপি (BJP)  বরাবর সরব। এনিয়ে রাজ্যপালের সমালোচনাও করতে শোনা গিয়েছে বিরোধী দলনেতাকে। যদিও রাজীব সিনহার নিয়োগ নিয়ে রাজ্যপাল নিজেও আক্ষেপ করেছেন। নতুন রাজ্য নির্বাচন কমিশনার সাধারণ মানুষের ভরসাযোগ্য হয়ে উঠতে পারেননি বলে মন্তব্য করেছেন সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। 

[আরও পড়ুন: গেরস্থ বাড়িতে খড়ের আঁটির নিচে রাখা ড্রামে বোমা! ভোটের আগে দুবরাজপুরে বাড়ল আতঙ্ক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ