গোবিন্দ রায়: পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়ার সময়সীমা বাড়ল না। এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই। জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। বহাল থাকছে কমিশনের ৯ জুনের বিজ্ঞপ্তিই। তবে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat Election 2023)।
কী কী বলল কলকাতা হাই কোর্ট?
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা বাড়ানোর আরজি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। তাঁদের আরও দাবি ছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। সেই মামলার প্রেক্ষিতে এদিন রায় দিল হাই কোর্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.