Advertisement
Advertisement
Cricket World Cup 2023

Cricket World Cup 2023: লোকেশ রাহুলের সমালোচনা করতেন কেন? কারণ জানালেন প্রসাদ

কী বললেন ভারতের প্রাক্তন বোলার?

Cricket World Cup 2023: Venkatesh Prasad clarifies his position after KL Rahul scores against Australia । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 9, 2023 8:59 pm
  • Updated:October 9, 2023 8:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে লোকেশ রাহুলের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। বিশ্বকাপের প্রথম ম্যাচে লোকেশ রাহুল সুপারহিট। তাঁর অপরাজিত ৯৭ রান নিয়ে চর্চা হচ্ছে সর্বত্র। এমন আবহে দেশের প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ ঢোঁক গিললেন। সুর বদলালেন তিনি। জানিয়ে দিলেন, টেস্ট  ক্রিকেটে রাহুলের পারফরম্যান্স দেখেই তিনি সমালোচনা করেছিলেন, ওয়ানডে পারফরম্যান্স দেখে নয়। 
প্রবল চাপের মুখে লোকেশ রাহুল ও বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের হাল ধরেন। ভারত জেতার আগে কোহলি আউট হয়ে গেলেও লোকেশ রাহুল কিন্তু শেষ পর্যন্ত টিকে ছিলেন। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি পাননি রাহুল।

[আরও পড়ুন:বিশ্বকাপের মাঝেই ভারত ছাড়লেন পাক সঞ্চালিকা! নেপথ্যের কারণ ঘিরে জল্পনা]

প্রসাদ বলেন, ”পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ ছিল। শোয়ের মাঝখানে আমি বলেছিলাম, ভারতকে ধৈর্য ধরে খেলতে হবে। পার্টনারশিপ গড়তে হবে। বিরাট কোহলি এবং লোকেশ রাহুল ঠিক সেই কাজটাই করেছিল।” চতুর্থ উইকেটে রাহুল ও কোহলি ১৬৫ রান জুড়েছিলেন। 

Advertisement

লোকেশ রাহুলের তীব্র সমালোচনা করতেন কেন প্রসাদ? যুক্তি দিয়ে প্রসাদ বলছেন, ”
দেখুন যে সমালোচনা লোকেশ রাহুলকে আমি করেছিলাম, তা টেস্ট ম্যাচের প্রেক্ষিতে, ওয়ানডের জন্য নয়। আমি পরিষ্কার করে বলে দিতে চাই।” 

Advertisement

[আরও পড়ুন: কোচিংয়ের সঙ্গে এবার রাজ্য টেবিল টেনিসের সচিব পদে লড়তে চলেছেন পৌলমী! কিন্তু কেন? নিজেই জানালেন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ